২০২২ বিশ্বকাপটা পেতে পারতো যুক্তরাষ্ট্রই। কিন্তু স্বাগতিক নির্বাচনে দুর্নীতির অভিযোগ আছে। ঘুষ দিয়ে কাতার এই বিশ্বকাপের আয়োজক হয়েছে, এমন অভিযোগ বারবারই তুলেছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত অভিযোগের সত্যতাও অনেকটা উঠে এসেছে তদন্তে। আর এসব দুর্নীতিতে জড়িয়ে ছয় বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ রয়েছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, টাকার বিনিময়ে বিভিন্ন ফেডারেশনকে অনৈতিক সুবিধা দেয়া, এমনকি কাতারকে বিশ্বকাপ আয়োজক হওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। ব্ল্যাটারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল প্রসিকিউটর দুর্নীতির এসব অভিযোগ আনেন। এফবিআই এ নিয়ে তদন্তে নামে। তাতে ফিফার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম দুর্নীতির রিপোর্ট বেরিয়ে আসে। বিশ্বকাপের আয়োজক বাছাইয়ের ক্ষেত্রে কোটি কোটি ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়। সেই যুক্তরাষ্ট্রই ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে পারে বলে এবার মত দিয়েছেন ফিফা থেকে বহিস্কৃত সাবেক সভাপতি ব্ল্যাটার। ২০২২ সালের ডিসেম্বরে কাতারে শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো আসর অনুষ্ঠিত হবে জুন-জুলাইয়ের পরিবর্তে ডিসেম্বরে। এছাড়া যুক্তরাষ্ট্র ২০২৬ বিশ্বকাপের আয়োজক থাকবে মেক্সিকো এবং কানাডার সঙ্গে। তবে এতদিন অপেক্ষা করার দরকার নেই। যুক্তরাষ্ট্র আগামী বিশ্বকাপই আয়োজন করার সামর্থ্য রাখে বলে মনে করছেন ব্ল্যাটার। তিনি বলেন, জার্মানিও আয়োজক হতে পারে। তবে তাতে ২০১৮ সালের পর আবারও ইউরোপে পড়ে যাবে বিশ্বকাপ। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ২০২৬ সালের পরিবর্তে এবার করতে পারে। তাদের সে সামর্থ্য আছে, এটা রকেট সাইন্স নয়। জাপানও পারে। তারাও ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে বিড করেছিল। ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য কাতার তাদের সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। কিন্তু করোনাভাইরাসের কারণে তো এখন সব থমকে আছে। এ কারণেই মূলতঃ নতুন সম্ভাবনার কথা তুলে ধরছেন ব্ল্যাটার। যদিও, করোনার কারণে এখনও পর্যন্ত সবচেয়ে বিধ্বস্ত দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তবুও, ব্ল্যাটার মনে করেন, ২০২২ বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য রাখে যুক্তরাষ্ট্র। যেহেতু ২০২২ বিশ্বকাপ ৩২টি দল নিয়েই হবে তাই এখনও আয়োজক বদলানো সম্ভব বলে মনে করেন ব্ল্যাটার। তার ভাষায়, সৌভাগ্যজনকভাবে ২০২২ বিশ্বকাপে মাত্র ৩২ দল খেলবে। পরিকল্পনা অনুযায়ী (ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর) ৪৮ দল নয়। তাই আয়োজকদের ২০১৮ সালের চেয়ে বেশি প্রচেষ্টা দেখাতে হবে না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34Cxw6v
April 16, 2020 at 03:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top