ক্যানবেরা, ১৬ এপ্রিল - এক সময় বিশ্বের সবচেয়ে গতিময় বোলা কে, তা নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হতো অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং পাকিস্তানের শোয়েব আখতারের মধ্যে। একের পর এক আগুনে গতির বল ছুঁড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মধ্যে ত্রাস সৃষ্টি করতেন এই দুই পেসার। আর কে কাকে ছাড়িয়ে যেতে পারেন, চলতো সে প্রতিযোগিতাও। অসি পেসার ব্রেট লির অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। দীর্ঘদিন পর তিনি এবার মুখ খুললেন ওই সময়টায় সত্যিকারার্থে গতিময় পেসার কে ছিলেন, সে সম্পর্কে। রিকি পন্টিংয়ের ভাষায়, ব্রেট লি নন, তার দেখা সেরা গতিময় পেসার ছিলেন পাকিস্তানের শোয়েব আখতার। করোনাভাইরাসের কারণে সারা বিশ্বই আজ ঘরবন্ধি। সমস্ত খেলাধুলা বন্ধ। ক্রিকেটও গড়াচ্ছে না মাঠে। ঘরে বসে নিজেদের পুরনো স্মৃতি সব সোশ্যাল মিডিয়ায় ঢেলে দিচ্ছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও স্মৃতিচারণ করতে গিয়ে টুইটারে রেখেন, শোয়েব আখতারের একটি স্পেল তিনি মোকাবেলা করেছেন, যেটাকে মনে হয়েছে তার ক্যারিয়ারে সবচেয়ে গতিময় স্পেল। টুইটারে সেই স্পেলের এক ওভারের একটি ভিডিওও পোস্ট করেছেন পন্টিং। সেখানেই তিনি লেখেন, অন্য একদিন ফ্লিন্টফকে (অ্যান্ড্রু ফ্লিন্টফ) বলেছিলাম যে, আমি যে সব বোলারকে মোকাবেলা করেছিল, তার মধ্যে সেই ছিল সেরা, যে কারণে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। তবে গতির দিক থেকে যদি বলি, তাহলে বলবো শোয়েব আখতারের একটি স্পেল মোকাবেলা করেছিলাম, যেটা ছিল আমার ক্যারিয়ারে সবচেয়ে গতিময়। বিশ্বাস করুন, জাস্টিন (ল্যাঙ্গার) অন্য প্রান্তে থেকে আমাকে একটুও সহযোগিতা করেনি। এর আগে পন্টিং বলেছিলেন, ২০০৫ সালের অ্যাশেজ সিরিজে এজবাস্টনে অ্যান্ড্রু ফ্লিন্টফের একটি ওভার মোকাবেলা করেছিলেন, যেটা ছিল তার ক্যারিয়ারে সেরা ওভার মোকাবেলা। ইংল্যান্ড ওই ম্যাচে জিতেছিল মাত ২ রানে। পন্টিং এখনও মনে করেন, সেদিন ফ্লিন্টন স্রেফ আগুনের রূপ নিয়ে তাদের সামনে হাজির হয়েছিল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড একটি টুইটারে সেই ওভারের একটি ভিডিও পোস্ট করার পর পন্টিং লিখেছিলেন, এই ওভারটাই সেই ওভার, যেটা আমার ক্যারিয়ারে সেরা মোকাবেলা করেছিলাম। Got plenty of questions the other day after calling the Flintoff over the best Id faced.This from @shoaib100mph was the fastest spell Id ever faced and trust me Justin wasnt backing up too far at the other end. pic.twitter.com/JhhuEwXrAc Ricky Ponting AO (@RickyPonting) April 15, 2020 সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VcSxld
April 16, 2020 at 03:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top