মুম্বাই, ১৩ এপ্রিল - বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৭৭ বছরেও নট আউট। এখনো চিরতরুণ তিনি। জাঁদরেল সব চরিত্রে অভিনয় করে চলেছেন আপন মনে। সিনেমায় তাকে দেখা যায় অনেক ফিট। তবে নানারকম রোগ তিনি বয়ে বেড়াচ্ছেন। বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশের উপর ভরসা করেই বেঁচে রয়েছেন অমিতাভ। কিছু দিন আগেই অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল তার। তিনি জানতেন না, তারও আরও ৮ বছর আগে থেকে সেই রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি নিজের দৃষ্টিশক্তি নিয়ে সমস্যা হচ্ছে বলে জানালেন। অন্ধ হওয়ার আতঙ্ক তাড়া করেছে তাকে। সেই ভাবনার কথাই শেয়ার করেছেন অভিনেতা ফেসবুকে। লিখেছেন, চোখগুলো এখন ঝাঁপসা ছবি দেখে। দৃষ্টিতে ডাবল লেখা ধরে এবং মনে হয় আর কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যাবো। আরও লক্ষ লক্ষ সমস্যার মধ্যে এটাও আমার সমস্যা। যদিও পরে বিগ বি লিখেছেন, ডাক্তার তাকে আশ্বস্ত করেছেন অন্ধ হবেন না তিনি। হয়তো এই সমস্যা নিয়ে কিছুটা ভুগতে হবে তাকে। প্রতি ঘণ্টায় চোখে ড্রপ দিতে হয় তার। কম্পিউটারের সামনে বেশি সময় না কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন টিবি, পোলিও, ডায়াবিটিস ও হেপাটাইটিস বির মতো নানা রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করেন। এন এইচ, ১৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RsjoY7
April 13, 2020 at 03:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন