নয়াদিল্লী, ১৩ এপ্রিল - করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব চরাচর। সে সঙ্গে স্তব্ধ হয়ে গেছে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন। বাদ নেই ক্রিকেটও। জাতীয় এবং আন্তর্জাতিক সব ক্রিকেট আসরই অনিশ্চিত হয়ে গেছে করোনার প্রভাবে। স্টেডিয়ামগুলোতে সুনসান নীরবতা। কখন আবার মাঠে গড়াবে বল, ক্রিকেট রয়েছে সে অপেক্ষায়। সহসাই যে এই পরিস্থিতি কেটে যাবে, সে সম্ভাবনাও নেই। করোনা পরিস্থিতির অবসান হতে হতে দেখা যাবে আগে থেকে ঠিক করা বিভিন্ন দেশের ঘরোয়া এবং আইসিসি ও বিভিন্ন দেশের মধ্যে তৈরি হওয়া আন্তর্জাতিক ক্রিকেরট সূচি। সুতরাং, ক্রিকেট যখন শুরু হবে, তখন কি হবে? কোথা থেকে আবার শুরু হবে ক্রিকেট? এসবের জন্যই একটা ভালো পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট প্রশাসকে পরিণত হওয়া আজহারুদ্দিন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করলেন এখন আজহার। তিনিই পরামর্শ দিয়েছেন, আগামী দুই বছরের সূচি নতুন করে তৈরি করুন। মূলতঃ আইপিএলকে সামনে রেখেই এই মন্তব্য করেছেন আজহারুদ্দিন। কারণ, আগের সূচি অনুযায়ী আইসিসির এফটিপি এমনভাবে তৈরি করা যাতে, আইপিএলের জন্য উইন্ডো খালি থাকে এবং বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় যেন এখানে খেলতে আসতে পারে। কিন্তু করোনার কারণে সব ওলট-পালট হয়ে যাওয়ায় সে বিষয়টাই এখন বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। আজহারুদ্দিন বলেন, আইপিএলকে সমন্বয় করতে হলে আইসিসির এফটিপি নিয়ে নতুন করে ভাবতে হবে এবং নতুন করে তৈরি করতে হবে। সেটা হবে জাতীয় এবং আন্তর্জাতিক সব ক্রিকেটারের জন্যই ভালো একটি দিক। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে আজহারুদ্দিন বলেন, আমি নিশ্চিত, তাদের উচিৎ হবে আইসিসির এফটিপি নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা এবং এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। কারণ, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি বোঝাতে চাচ্ছি যে, আমরা তো সব সময়ই ভালো সময়ের অপেক্ষায় থাকি। খারাপ সময়ের অপেক্ষা করি না কখনো। বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানিয়ে আজহার বলেন, আমরা যদি বিষটা ঠিক করতে পারি, তাহলে এটা নিয়ে আইসিসির অন্য সদস্য দেশগুলোর সঙ্গেও আলাপ করতে পারি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wywTOA
April 13, 2020 at 03:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top