ক্যানবেরা, ১৯ এপ্রিল - ক্রিকেটাররা সারা বছর ব্যস্ত থাকেন। অনেক সময় পরিবারের মহাগুরুত্বপূর্ণ কাজেও তাদের সময় দেয়া সম্ভব হয় না। করোনাভাইরাসের গৃহবন্দী দিনগুলো তাই তাদের কারও কারও জন্য আশীর্বাদ হয়েই এসেছে। ডেভিড ওয়ার্নারই যেমন স্ত্রী সন্তানদের নিয়ে সময়টা বেশ উপভোগ করছেন। শনিবার টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন ওয়ার্নার, যেখানে অসি ওপেনারকে দেখা যাচ্ছে তার মেয়ের সঙ্গে নাচতে। গানটি ছিল বলিউডের সুপারহিট সং শিলা কি জাওয়ানি। আইপিএলে খেলার সুবাদে ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভালোই পরিচিতি হয়েছে ডেভিড ওয়ার্নারের। ভিডিওতে দেখা যায়, নিজের মেয়ে ইন্ডিকে ভারতীয় পোশাকও পরিয়েছেন তিনি। View this post on Instagram Indi has asked to also do one for you guys! 😂😂 please help me someone!!!!!! #statue A post shared by David Warner (@davidwarner31) on Apr 17, 2020 at 11:37pm PDT ওয়ার্নারের ছোট্ট কন্যা কিন্তু বলিউডের আইটেম সংয়ের তালে নেচেছে দারুণ। অসি ব্যাটসম্যান সেভাবে মেলাতে পারেননি। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে বাঁ-হাতি ব্যাটসম্যান লিখেছেন, ইন্ডি আপনাদের জন্য এটা করতে বলেছে বন্ধুরা! দয়া করে কেউ আমাকে সাহায্য করুন। এর আগে ভারতের ওপেনার শিখর ধাওয়ানও তার ছেলেকে সঙ্গে নিয়ে নাচের একটি ভিডিও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার ভিডিওতে গান ছিল ডেডি কুল। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34OCvkk
April 19, 2020 at 02:33AM
19 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top