ইসলামাবাদ, ১৯ এপ্রিল - শুধুমাত্র আইসিসির ইভেন্টগুলোয় বাধ্য হয়ে খেলা। এছাড়া পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত। তাদের এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কত টাকার ক্ষতি হয়েছে জানেন? শুনলে চোখ কপালে উঠবে। সেই ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর গত আট বছরে একটি সিরিজও খেলেনি দুই দল। পাকিস্তানি গণমাধ্যমের কাছে পিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, ২০১৪-১৫ মৌসুমে সম্প্রচারকদের (টেন স্পোর্টস এবং পিটিভি) সঙ্গে বোর্ডের চুক্তির সময় কথা ছিল, সামনের পাঁচ বছরে অর্থাৎ ২০১৯ সালের মধ্যে ভারতের সঙ্গে দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে পাকিস্তান। কিন্তু সেটা সম্ভব হয়নি। ফলে পিসিবির বিশাল অংকের লোকসান হয়েছে। টাকার হিসেবে যেটি ৯০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা! পিসিবির সঙ্গে সম্প্রচারকদের চুক্তি ছিল ১৪৯ মিলিয়ন ডলারের। সেখান থেকে ৯০ মিলিয়নই উধাও হয়ে গেছে ভারতের কারণে, পিসিবি পেয়েছে মাত্র ৫৯ মিলিয়ন। বোর্ডের দায়িত্বশীল সূত্রের ভাষ্য, চুক্তি অনুযায়ী ভারতের বিপক্ষে দুটি হোম সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। ফলে টেন স্পোর্টস আর পিটিভি তাদের মূল চুক্তি থেকে ৯০ মিলিয়ন ডলার কেটে নিয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VL5uSm
April 19, 2020 at 02:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top