সিউল, ২৫ এপ্রিল- করোনাভাইরাসের মহামারীর মধ্যে দেশে এসে আটকে পড়া কোরিয়া প্রবাসী বাংলাদেশি কর্মী ও ছাত্রদেরকে ফেরাতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। সিউলে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম শুক্রবার গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, দূতাবাসের অনুরোধে সাড়া দিয়ে কিছুদিনের মধ্যে বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে আটকে পড়া সব কোরিয়া প্রবাসীকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তিনি আরো বলেন, আন্তরিকতার সঙ্গে আমরা কাজটি করছি। এই দুঃসময়ে তাদের যেভাবে আনা যায় সেটিই দেখছি। সরকার ক্লান্তিহীন চেষ্টা করছে। করোনাভাইরাস প্রাদর্ভাবের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলসহ অন্য পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকে পড়া এসব কোরিয়া প্রবাসী কর্মী ও ছাত্ররা বিপদে রয়েছেন। দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরিয়ায় ফিরে আসতে ইচ্ছুক ইপিএস কর্মী, শিক্ষার্থী এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থার ক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়েছে। বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মে মাসের প্রথম সপ্তাহে কোরিয়ার একটি চার্টার্ড ফ্লাইটে কোরিয়া প্রবাসীদের পাঠানো হতে পারে। কয়েকদিন ধরে আটকে পড়া প্রবাসীদের কোরিয়ায় ফিরে যাওয়ার একটি আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তাতে প্রায় ৩০০ জন ইপিএস কর্মী ও ১৫০ জন শিক্ষার্থীর আটকে পড়ার তথ্য তুলে ধরা হয়। আর/০৮:১৪/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xMiK13
April 25, 2020 at 10:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top