একমাত্র কোচ হিসেবে স্পেনের তিন শীর্ষ ক্লাব-বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের দায়িত্ব পালন করা রাদোমির আনতিচ আর নেই। সোমবার তিনি চলে গেছেন না ফেরার দেশে। স্প্যানিশ সংবাদ পত্র জানিয়েছে, প্যানক্রিয়েটাইটিসের (অগ্নাশয়ের স্ফীতি ও প্রদাহ) জটিলতায় মৃত্যু হয়েছে আনতিচের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গুণী এই কোচের মৃত্যুতে আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো। ১৭ বছরের খেলোয়াড়ি জীবনে আনতিচ ছিলেন একজন ডিফেন্ডার। নিজের দেশ সার্বিয়াতে ক্লাব পার্টিজান বেলগ্রেডের হয়েই বেশিরভাগ খেলেছেন তিনি। এছাড়া তুরস্কের ক্লাব ফেনেরবাহসে, স্পেনের রিয়াল জারাগোজা এবং ক্যারিয়ারের শেষ সময়ে খেলেছেন ইংল্যান্ডের লোটন টাউনে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন আনতিচ। স্প্যানিশ ক্রাব জারাগোজা, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাকে কোচিং করিয়েছেন। তবে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন অ্যাটলেটিকোতে, যেখানে পাঁচ বছর কাটিয়েছেন। ১৯৯৬ সালে দলকে জিতিয়েছেন লা লিগা এবং কোপা দেল রে। সার্বিয়া জাতীয় দলকেও কোচিং করিয়েছেন আনতিচ। ২০১০ বিশ্বকাপে তার কোচিংয়েই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। সেখান থেকে তিনি চলে যান চীনে। সর্বশেষ কোচিং করিয়েছেন চাইনিজ সুপার লিগের দল হেবেই চায়না ফরচুনকে ২০১৫ সালে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3e9RTMP
April 08, 2020 at 04:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top