ঢাকা, ২২ এপ্রিল - জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসার জন্য আরও ৪ লাখ টাকা দিয়েছে ফিফা। এর আগে গত ফেব্রুয়ারিতে তাকে ৪ লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। মাসুক মিয়া জনির পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির সময়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। কোচ জেমি ডে তাকে আফগানিস্তানে নিয়ে গেলেও ১০ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে পারেননি বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। পরে রাজধানীর একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়েছে। জাতীয় দলের ম্যাচে কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। বাফুফে বিষয়টি ফিফাকে জানালে তার চিকিৎসার জন্য ৮ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা আশ্বস্ত করেছে প্রয়োজন হলে আরও অর্থ দেয়া হবে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, অনুদানের আরেকটি কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জনির। সেই কিস্তির পরিমানও ৪ লাখ টাকার মতো হবে। সেটা পেলে জাতীয় দলের এ মিডিফল্ডারের চিকিৎসার জন্য ১২ লাখ টাকা অনুদান দেয়া হবে ফিফার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34Vn1ew
April 22, 2020 at 05:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top