ঢাকা, ২২ এপ্রিল - দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁশি বাজানোর সৌভাগ্য হয়েছে বাংলাদেশের রেফারি তৈয়ব হাসান বাবুর। তিনিই দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি, যিনি সাফের ফাইনাল পরিচালনা করেছেন। এটি ২০১৩ সালে নেপালের কাঠমান্ডুতে। দসরথ স্টেডিয়ামে ভারত এবং আফগানিস্তানের মধ্যে হওয়া ফাইনালে বাঁশি বাজিয়ে ইতিহাস গড়েছেন বাবু। তিনি ওই ফাইনালের জার্সিটি নিলামে তুলতে চান। এ জার্সি বিক্রি করে পাওয়া অর্থ করোনা আক্রান্তদের সহায়তায় প্রদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী সাতক্ষীরার এ রেফারি। এর আগে নিজের ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eGCnbn
April 22, 2020 at 05:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top