বেড়েছে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ॥ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৯ জন

করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে গেল ক’দিন হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা কম থাকলেও গত দু’দিন ধরে আবার বেড়েছে সে সংখ্যা। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ২৫৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৬৪ জন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সংখ্যাও বাড়ছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগে জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩১৩ জন। ২৪ ঘন্টায় যুক্ত হন আরো ২৫৩ জন। এনিয়ে মোট হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়ালো ৫৬৪ জনে। নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখাদের সিংহভাগই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা। এদিকে, গত ২৪ ঘন্টায় ৪ জনকে পিটিআই কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিটিআইতে বর্তমানে রয়েছেন মোট ১৯ জন।
তবে, চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত কোন আক্রান্ত রোগি পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৪-২০


from Chapainawabganjnews https://ift.tt/3cedxxg

April 12, 2020 at 02:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top