ঢাকা, ০২ এপ্রিল - ফুটবলের সব কার্যক্রম বন্ধ। প্রিমিয়ার লিগের খেলা নেই। জাতীয় দলের অনুশীলন নেই। এমনকি ক্লাবের আবাসিক ক্যাম্পও ছুটি। ফুটবলাররা যে যার বাড়িতে। সবাই হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যেই ঘরের মেঝে আর বিল্ডিংয়ের ছাদে নিজেদের ফিটনেস ঠিক রাখতে যতটুকু এক্সারসাইজ করা দরকার করছেন তারা। কেউ কেউ ছোট জায়গার মধ্যেই বল নিয়ে কারিকুরি করছেন। একদম বসে থাকার উপায় নেই কারো। বিশেষ করে যে ফুটবলাররা আছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডের অধীনে। ছুটিতে কোচ চলে গেছেন লন্ডন। কিন্তু সেখান থেকেই জাতীয় দলের সবার ফিটনেস নজরদারিতে রাখছেন এ ইংলিশ। পুরো নজরদারিই তিনি রাখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোচিং স্টাফ এবং জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছে জেমি ডেকে সবকিছু মনিটর করার জন্য। (বুধবার) জেমি ডে হোয়াটসঅ্যাপ গ্রুপে খেলোয়াড়দের দিয়েছেন ওজন পরিমাপের নির্দেশনা। এই কয়দিন কার ওজনের কী হাল করেছেন সেটা দেখতে চেয়েছেন কোচ। সময় বেধে দিয়েছেন শুক্রবার পর্যন্ত। শুক্রবারের মধ্যে সবাইকে ওজন পরিমাপ করে কোচকে জানাতে হবে। জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন, কোচ দুরে থাকলেও আমরা তার নজরদারিতেই আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমাদের সাথে। অলস সময়ে খাবারের কি চার্ট হবে সেটা পাঠিয়েছেন। ঘরে বসে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজগুলো কিভাবে করবো তার ভিডিও ক্লিপও পাঠিয়েছেন। গ্রুপের মাধ্যমে যাকে যে নির্দেশনাই দিচ্ছেন কোচ সেটা সবাই জানছি। আমরা কোচের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bKi5LU
April 02, 2020 at 04:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top