মুম্বাই, ১৩ এপ্রিল - করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি তৈরি না হলে, এই সময়ে আইপিএলের তেরোতম আসর থাকতো মধ্য গগণে। চার-ছক্কার ফুলঝুরি বইতো ভারতের নানা স্টেডিয়ামে। কিন্তু সেটা আর হয়নি। ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে দেয়া হয়। এরই মধ্যে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। চলমান এই লকডাউন পরিস্থিতি এখনই তুলে নেয়ার সময় নয়। কারণ ভারতজুড়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সুতরাং, আরও অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করতে হতে পারে। এমন পরিস্থিতিতে আইপিএল যে আর ১৫ এপ্রিল শুরু করা যাচ্ছে না, সেটা নিশ্চিত। কিন্তু ১৫ তারিখের পর কি হবে। নতুন করে তারিখ নির্ধারণ করে সে পর্যন্ত আইপিএল স্থগিতের ঘোষণা দেবে? নাকি পুরো আসরটাকেই বাতিল বলে ঘোষণা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড? কোনো সিদ্ধান্তই এখনও পর্যন্ত বিসিসিআইর তরফ থেকে আসেনি। খুব দ্রুতই আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। কিন্তু বিসিসিআই তার আগে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানতে চায়। এরপরই তারা নিজেদের সিদ্ধান্ত প্রকাশ করবে। ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়া করেছে এ সংবাদ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে আইপিএলের একটি সূত্র জানায়, এখন তো ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করা আছে। তবে, আমরা পরবর্তী সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে, অর্থ্যাৎ বাতিল করে দেবো কি না তা নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বৃহস্পতিবার ভারতের রাজ্য উড়িষ্যায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময় বাড়ানো হয়েছে। এরপর পাঞ্জাব, তেলেঙ্গানা, মহারাষ্ট্রও লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yQk5E0
April 13, 2020 at 03:46AM
13 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top