মুম্বাই, ১৩ এপ্রিল - ভারতে ক্রিকেটকে ধরা হয় একটি স্বতন্ত্র ধর্ম। যার ঈশ্বর কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। তার প্রতিটি কথাই অত্যন্ত দামি ও গুরুত্বপূর্ণ হিসেবেই মান্য করে ভারতীয়রা। শচিন নিজেও সবাইকে নানান শলা-পরামর্শ দিয়েন থাকেন নিয়মিতই। তারই অংশ হিসেবে এবার প্রায় ১২ হাজার ডাক্তারের সঙ্গে মত বিনিময় করেছেন শচিন। যেখানে তিনি তরুণ ডাক্তারদের পরামর্শ দিয়েছেন খেলাধুলার ইনজুরির ব্যাপারে, জানিয়েছেন সাধারণ চিকিৎসার সঙ্গে এর ভিন্নতাও। প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক ইনজুরি ও স্বাস্থ্য সমস্যায় পড়েছেন শচিন। এছাড়া কাছ থেকে দেখেছেন অন্যান্য খেলোয়াড়দের এসব সমস্যা। দীর্ঘ ক্যারিয়ারে এসবের সঙ্গে লড়াই করেই সেরাদের সেরা হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই জানাতে চেষ্টা করেছেন তরুণ ডাক্তারদের। অভিজ্ঞ অর্থপেডিক ডাক্তার সুধির ওয়ারিয়ারের কাছ থেকে শচিন জানতে পেরেছিলেন সারাদেশের তরুণ ডাক্তাররা মিলে লাইভ ওয়েবিনার (সেমিনারের মতোই, অনলাইনে বিধায় ওয়েবিনার) এর মাধ্যমে খেলাধুলার ইনজুরি নিয়ে আলোচনা করছে। সেখানেই শনিবার যোগ দেন শচিন। প্রায় ১২ হাজার ডাক্তার একসঙ্গে শচিনের ওয়েবিনারে যোগ দেন। জানা গেছে, সেখানে ডাক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের সেশন শুরু করেন শচিন। পরে তরুণ অর্থপেডিক ডাক্তাররা শচিনের কাছ থেকে জানতে পারেন অন্যান্য সাধারণ ইনজুরির সঙ্গে ক্রীড়াবিদদের ইনজুরির বৈসাদৃশ্য এবং চিকিৎসার ভিন্নতার কথা। শচিনের এই সেশনটি পরিচালনা করেছেন অর্থোপেডিক সার্জন ডাক্তার সুধির ওয়ারিয়ার এবং ফিজিও থেরাপিস্ট ডাক্তার নীতিন প্যাটেল। ভারতীয় ক্রিকেট দল এবং মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডাক্তার প্যাটেলের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2V1SYOU
April 13, 2020 at 03:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top