মুম্বাই, ০৮ এপ্রিল - বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের বেড়েই চলেছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৩ লাখ ৪৮ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৪ হাজার ৭৯৫ জন। ভারতে করোনায় আক্রান্তে হয়েছে ৪ হাজার ৮৫৮ জন ও মারা গেছেন ১৩৬ জন। এই কঠিন পরিস্থিতিতেও তারকারা সবাইকে ইতিবাচক থাকার বার্তা দিচ্ছেন। দীর্ঘদিন ঘরবন্দি হয়ে আছেন মানুষ, আরও কতদিন ঘরে থাকতে হবে অজানা সবার। এমন দিনেও বলিউডেরকিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী সময়কে সঠিকভাবে কাজে লাগাতে বলেছেন। বন্দি ঘরে সময় কাটানোর সহজ উপায় জানিয়েছেন তিনি। হেমা মালিনী বলেন, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু শখ থাকে দৈনন্দিন কাজের চাপে সেসব মেটানো হয় না। কেউ হয়তো ভাল গান করেন, কেউ হয়তো ভাল রান্না করেন আবার কেউ হয়তো বই পড়তে ভালবাসেন। সেই সমস্ত শখ নতুন করে জাগিয়ে তোলার সময় এখন। হেমা মালিনী আরও বললেন, নিজের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলুন। পাশাপাশি বাড়ির ছোট ছেলেমেয়েদের নতুন কিছু শেখান। এই সময় মানুষ যা কিছু চর্চা করবেন, আগামী দিনে সেগুলিই হয়ে উঠবে তাদের চলার পথের পাথেয়। বর্তমানে লকডাউনে মেয়ে এষা ও পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন হেমা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39TsaEW
April 08, 2020 at 03:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top