ক্যানবেরা, ০৮ এপ্রিল - বিশ্বজুড়ে করোনার তাণ্ডব চলছে। গৃহবন্দি হয়ে পড়েছেন সবাই। হোম কোয়ারেন্টাইনে বিরক্তিকর সময় কাটছে অনেকের। এই সময়টায় যদি সঙ্গী হিসেবে কাউকে নিতে বলা হয়, তবে অস্ট্রেলিয়ান টেস্ট দলের সহ-অধিনায়ক প্যাট কামিন্স কাকে নেবেন? অস্ট্রেলিয়ার সেরা পেসার আগেভাগেই জানিয়ে দিলেন, একজনকে তিনি সঙ্গী হিসেবে একেবারেই চান না। তিনি কে? সতীর্থ হার্ডহিটিং ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু ওয়ার্নারকে কেন অপছন্দ করেন কামিন্স, কি এমন শত্রুতা? আসলে তেমন কিছু নয়। ফক্স স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাতকারে কামিন্স মজার সুরে বলেন, কোয়ারেন্টাইনে গেলে হয়তো ওয়ার্নারের সঙ্গেই থাকতে হবে। কিন্তু ওর এনার্জি অফুরন্ত। ও ঘুমোয় বলেই আমার মনে হয় না। ও হল এনার্জিতে ঠাসা একটা বল। নন-স্টপ। এই কারণেই তিনি সঙ্গী হিসেবে চান না ওয়ার্নারকে। তা হলে কাকে চান? কামিন্স বলেন, জশ হ্যাজেলউড হল খুব ঠান্ডা একজন চরিত্র। ওকে একটা বিয়ার দাও, সাদামাটা খাবার দাও, তাতেই খুশি। তাই সঙ্গী হিসেবে চাইব ওকেই। আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কামিন্সের। নিলামে তাকে বিশাল অংক খরচ করে কিনেছিল শাহরুখ খানের দল। কিন্তু আইপিএলের ভবিষ্যৎ অনিশ্চিত এখন। কামিন্স অবশ্য আশা ছাড়েননি। অসি পেসার বলেন, এখনও পর্যন্ত তো বাতিল হয়নি আইপিএল। দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা চাইছি, যেন আইপিএল হয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34on3eD
April 08, 2020 at 02:50AM
08 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top