ঢাকা, ১৪ এপ্রিল - বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক ভাবা হয় মাশরাফি বিন মর্তুজাকে। তার হাত ধরে বড় বড় সব ইতিহাস ছুঁয়ে দেখেছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দল একটা সমীহ জাগানোর জায়গায় এসেছে এই মাশরাফির আমলেই। তবে বাংলাদেশের ক্রিকেট হয়তো কখনই এই পর্যায়ে পৌঁছতে পারতো না, যদি ১৯৯৭ সালের ১৩ এপ্রিল ইতিহাস লিখা না হতো। মালয়েশিয়ায় সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কেনিয়াকে হারিয়ে ইতিহাস রচনা করেন আকরাম, আমিনুল, মিনহাজুলরা। নানা চড়াই উৎরাই পেরিয়ে পাওয়া ঐতিহাসিক সে জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ করে নেয় নবীশ ক্রিকেট খেলুড়ে দল বাংলাদেশ। সেখান থেকে হাঁটি হাঁটি পা করে এত দূর আসা। ইতিহাসের সেই নায়কদের ভুলে গেলে চলবে? বাংলাদেশের ক্রিকেট ভুলে যায়নি সে দিনটিকে। ভুলেননি দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকরাম খান ও তার দলের উল্লাসের একটি ছবি জুড়ে দিয়ে সাবেক অধিনায়ক লিখেছেন, ইতিহাসের শুরু হয়েছিল আপনাদের হাত ধরেই : ১৩ই এপ্রিল ১৯৯৭। সঙ্গে যোগ করেছেন, হাজার মাইল দীর্ঘ সফরের শুরু একটা ধাপ থেকে। আর কী বড় ধাপটাই না ছিল বাংলাদেশের জন্য! সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VoRygp
April 14, 2020 at 03:51AM
14 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top