রিয়াদ, ২২ এপ্রিল - করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তবে এখন পর্যন্ত কতজন প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য নেই বলে জানান তিনি। গোলাম মসীহ বলেন, কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি। তিনি বলেন, করোনায় নিহত সব বাংলাদেশির এখনও দাফন সম্পন্ন হয়নি। তবে সৌদির মাটিতেই তাদের দাফন করা হবে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে নেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ যথাযথভাবেই মরদেহ দাফন করে থাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য নিশ্চিত করেন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১১ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ১০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪০ জন। এন এইচ, ২২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bsGrtV
April 22, 2020 at 06:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top