আসিফ ইকবাল। নন্দিত গীতিকবি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার লেখা এসো সবাই শিরোনামের গানের ভিডিও। করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নির্মিত এ ভিডিও ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- বিভিন্ন অঙ্গনের ১২৫ জনকে নিয়ে এসো সবাই গানের ভিডিও তৈরির পরিকল্পনার কথা জানতে চাই... এসো সবাই গানের ভিডিও তৈরির পেছনে আমাদের উদ্দেশ্য একটাই, করোনাভাইরাসে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন পাঁচজন ব্যক্তির সঙ্গে একদিন কথা হচ্ছিল, করোনার এই বিপর্যস্ত সময়ে প্রান্তিক মানুষের জন্য কী করা যেতে পারে। নানা কথায় আমরা সিদ্ধান্ত নিই, অসহায় মানুষের তহবিল সংগ্রহের জন্য আমরা কাজ করব। সেটা করার জন্য গান হতে পারে আমাদের অন্যতম মাধ্যম। এরপর আমি সংগীত পরিচালক অদিত ও শিল্পী মাহাদি একযোগে কাজ শুরু করি। মাত্র একদিনে গানের সুর ও সংগীতায়োজন করে অদিত। গানের কথা লেখা ও রেকর্ডিংয়ের জন্য সময় নিই একদিন। এরপর আমরা বিভিন্ন শিল্পীকে আমাদের উদ্দেশ্যের কথা জানাই। ভেবেছিলাম এ আয়োজনে আমরা ২০ থেকে ৩০ জনকে পাশে পাব। কিন্তু যখন অনেকে জানল ঘরে বসে মোবাইল ভিডিওর মাধ্যমে কাজটি করার সুযোগ থাকছে এবং যারা কণ্ঠশিল্পী নন, তারা গানে ঠোঁট মিলিয়েও কাজটিতে অংশ নিতে পারবেন, তখন প্রতিটি অঙ্গনের মানুষ কাজটি করতে রাজি হয়েছেন। আর এভাবেই ২০ থেকে ৩০, এরপর ৩০ থেকে ৭০ এবং এক পর্যায়ে বাড়তে বাড়তে অংশগ্রহণকারী ১২৫-এ দাঁড়িয়ে গেছে। এসো সবাই গানের ভিডিও প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন? আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। তহবিল সংগ্রহ কাজও চলছে জোরেশোরে। এরই মধ্যে শতাধিক মিউজিশিয়ান ও নাট্যাঙ্গনের নেপথ্যকর্মীদের পাশে দাঁড়াতে পেরেছি। তাই নিজের গানের মতো করেই বলতে পারি, এ আঁধার কেটে যাবে, মুছে যাবে সব সংশয়। আপনার অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে নতুন কিছু করার পরিকল্পনা আছে? এই দুঃসময়ে মানুষের জন্য আশা জাগানিয়া কিছু কাজ করতে চাই। গানচিল থেকে প্রকাশিত গান দিয়েই এই কাজটি করার পরিকল্পনা আছে। কত দিনে এই দুর্যোগ কেটে যেতে পারে বলে আপনার ধারণা? এটা অনুমান করা কঠিন। কিন্তু আমি আশাবাদী মানুষ, তাই বিশ্বাস করি, মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে এই দুর্যোগ মোকাবিলা করবে। যার বিনিময়ে আমরা এক নতুন পৃথিবী পাব। এম এন / ২২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3cHqkIP
April 22, 2020 at 08:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন