ঢাকা, ১৭ এপ্রিল - জানেন কি, বাংলাদেশ জাতীয় দলের ৯ বিদেশি কোচিং স্টাফের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কার? প্রতিদিনের কাজকে অর্থের মানদন্ড ধরলে এখন যে কজন বিদেশি কোচিং স্টাফ বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সাথে আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য কাজ করেন মোট ৯ জন বিদেশি কোচিং স্টাফ। তারা হলেন- হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি (দুজনই দক্ষিণ আফ্রিকান), কিউই স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ক্যারিবীয়ান পেস বোলিং কোচ ওটিস গিবসন, তিন ইংলিশ- ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালাফাতে ও ট্রেনার নিকোলাস ট্রেভর লি এবং ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর। তবে একটা কথা আছে, টাকার অংকে বেশি হলেও ভেট্টরির বেতনটা কিন্তু মাসিক নয়। এ কিউইর সাথে বিসিবির চুক্তি হয়েছে কার্যদিবস হিসেবে। চুক্তির সময়ই ড্যানিয়েল ভেট্টোরি ঠিক করে নিয়েছেন, আমি বছরে ১০০ দিন কাজ করবো। বিমিনিময়ে প্রতিদিনের বেতন হবে আড়াই হাজার ডলার। এর মানে ১০০ দিন কাজ করলে ভেট্টোরিকে বিসিবির দিতে হবে আড়াই লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা)। সেখানে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সর্বোচ্চ মাসিক বেতন ২২ থেকে ২৩ হাজার ডলার। আনুসাঙ্গিক সুযোগ সুবিধাসহ ২৫ হাজার ডলার ধরলেও ডোমিঙ্গোর সারা বছরের বেতন দাঁড়ায় ৩ লাখ ডলার এবং সেটা ৩৬৫ দিনের। একদিনের হিসেবে এ প্রোটিয়ার প্রতিদিনের পারিশ্রমিক পড়ে ৮৩৩ মার্কিন ডলারের মত। কাজেই প্রতিদিনের হিসেবে ভেট্টোরির পারিশ্রমিক অনেক বেশি। ডোমিঙ্গোর ঠিক তিনগুন। এখন প্রশ্ন উঠেছে, করোনার কারণে পুরো বিশ্বের মত একই অবস্থা বাংলাদেশেরও। সুতরাং, ড্যানিয়েল ভেট্টোরি কি এবার বোর্ডের সাথে চুক্তি করা ১০০ দিন কাজ করতে পারবেন? ২০২০ সালের সাড়ে চার মাসের বেশি সময় চলে গেছে। করোনা যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে, তাতে কবে নাগাদ আবার সবকিছু স্বাভাবিক হবে? ক্রিকেট মাঠে গড়াবে, জাতীয় দল প্র্যাকটিস করবে- সবই অনিশ্চিত। তবে যদ সবকিছু স্বাভাবিক হয়ও, তাতে হয়তো বছরের অর্ধেকটা সময় পার হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে বাকি দিনগুলোয় জাতীয় দলের সাথে পুরো ১০০ দিন কাজ করার সুযোগ মিলবে না ভেট্টোরির। তখন তার বেতন কাঠামো কি দাঁড়াবে? বিসিবির তাকে কি চুক্তি অনুযায়ী ১০০ দিনের বেতনই দিতে হবে? নাকি যতদিন জাতীয় দলের সাথে কাজ করছেন, সে অনুযায়ী পারিশ্রমিক দেয়া হবে? যদি ১০০ দিনের বেতন গুনতে হয়, তাহলে ভেট্টোরিকে প্রায় বসিয়ে বসিয়েই বেতন দিতে হবে বিসিবিকে। বোর্ড এখন কি করবে? বিসিবি কর্মকর্তাদের কাছ থেকে জানা গেল, নাহ! চুক্তি খুব পরিষ্কার। এখানে ১০০টি কর্ম দিবস তার কাজ করার কথা। কারণ যাই থাকুক না কেন, ভেট্টোরি যতদিন কাজ করবেন জাতীয় দলের সাথে, ঠিক ততদিনের বেতনই পাবেন। বাংলাদেশ জাতীয় দলে ভিনদেশি কোচ নিয়োগ প্রক্রিয়ার সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, সেই বোর্ড পরিচালক জালাল ইউনুস জাাগো নিউজকে জানালেন, আসলে ভেট্টোরির সাথে আমাদের চুক্তি হচ্ছে কাজের। এ কিউই স্পিন কোচের বছরে আমাদের জাতীয় দলের সাথে ১০০দিন কাজ করার কথা বলা আছে চুক্তিতে। এজন্য তাকে কার্যদিবস প্রতি মোটা অংকের পারিশ্রমিক দেয়া হয়। এখন তিনি যতদিন কাজ করবেন, ততদিনের বেতনই পাবেন। তবে জাতীয় দলের বাকি সব ভিনদেশী কোচিং স্টাফের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের সাথে চুক্তি হয়েছে মাসিক হিসেবে। তারা মাসে মাসে বেতন পাবেন। তার মানে চুক্তি অনুযায়ী রাসেল ডোমিঙ্গো, নেইল ম্যাকেঞ্জি, ওটিস গিবসনসহ কোচিং স্টাফের বাকিরা, এমনকি চুক্তিভূক্ত ক্রিকেটাররা করোনার কারণে মোটেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VyVpHX
April 17, 2020 at 04:21AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.