মুম্বাই, ১৭ এপ্রিল - করোনা ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এ কঠিন সময়ে আরও কঠিন ঘটনা ঘটে গেল কুচ কুচ হোতা হ্যায় ছবির সেই ছোট্ট অঞ্জলির জীবনে। শাহরুখ খানের কোলে চড়ে, ফরিদা জালালের সঙ্গে মিষ্টি অভিনয় করে শিশুশিল্পী অঞ্জলি জিতে নিয়েছিল দর্শকদের হৃদয়। তার বাস্তব নাম সানা সাঈদ৷ সম্প্রতি চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে সানা জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলসে আছেন এখন। ২২ মার্চ জনতা কার্ফুর দিন মুম্বাইয়ে তার বাবা আব্দুল আহাদ সাঈদ মারা যান । কিন্তু লকডাউনের জেরে বাবার কাছে ফিরতে পারেননি তিনি। বহুবার অনুরোধ সত্ত্বেও তাকে ফেরার অনুমতি দেওয়া হয়নি। বাবাকে শেষবারের জন্যও দেখতে পারলেন না। বাধ্য হয়েই বাবাকে ভিডিওকলে দেখেছেন তিনি। ভিডিওতেই দিয়েছেন বিদায়। জানা গেছে, সানার বাবা ডায়বেটিক রোগী ছিলেন। মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে তার। এন এইচ, ১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3epxkMi
April 17, 2020 at 04:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top