মুম্বাই, ১০ এপ্রিল - মাত্র ১৫ বছর বয়সে ১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন জয়া ভাদুড়ি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অনিল চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। এরপর জয়া আরও দুটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হল ১৩ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুমন ও ১৯৭১ সালে ধন্যি মেয়ে। এই চলচ্চিত্রে উত্তম কুমারের শ্যালিকা চরিত্রে। অভিনয় করেছিলেন তিনি। সেই জয়া ভাদুড়িই আজকে জয়া বচ্চন। একই সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী ও সফল রাজনীতিবিদ তিনি। ৯ এপ্রিল অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের ৭২তম জন্মদিন। প্রত্যেক বছরই পারিবারিকভাবে পালন করা হয় জয়ার জন্মদিন কাটলেও এবার তার জন্মদিনে তিনি আটকা পড়েছেন দিল্লিতে। জানা গেছে, লকডাউনে দিল্লিতে আটকে আছেন জয়া বচ্চন। এই দিনে তাকে মিস করছেন তার সন্তানেরা। আজ মাকে খুব মনে পড়ছে শ্বেতা বচ্চন এবং অভিষেক বচ্চনের। মাকে কাছে না পেয়ে অভিষেক-শ্বেতার মন খারাপ। ঘরে বসেই মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারা। বৃহস্পতিবারে ইনস্টাগ্রামে অভিষেক লেখেন, প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে প্রিয় শব্দ হল মা! শুভ জন্মদিন মা। যদিও তুমি আমাদের থেকে দূরে, দিল্লিতে রয়েছে এই লকডাউনের জেরে। আমরা সবাই মুম্বইতে তোমার কথাই ভাবছি এবং আমাদের মন জুড়ে তুমি আছো। তোমাকে অনেক ভালোবাসা। জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও। জয়া, অভিষেকের সঙ্গে নিজের মেয়েবেলার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামের দেওয়ালে বচ্চন কন্যা ই ই কামিন্সের কবিতা উদ্ধৃত করে লেখেন- আমি তোমার হৃদয়টা আমার সঙ্গে বহন করি (আমার হৃদয়ের মধ্যে) এন এইচ, ১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39SQeaN
April 10, 2020 at 04:55AM
10 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top