মুম্বাই, ১০ এপ্রিল - শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ফারহান আখতার পরিচালিত ডন ২ সিনেমাতে। তখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায়। সেই জেরে তাদের সম্পর্কের অবনতি হয়। তারপর থেকে কোনো দিনই দুজনকে খোলামেলাভাবে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি। দুই তারকাই পরস্পরকে এড়িয়ে যেতেন। তবে দীর্ঘ ৯ বছর পর করোনার এই কঠিন সময়েই তাদের অভিমানের বরফ গলালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ত্রাণ তহবিলে টাকা জোগাড়ের জন্য একজোট হয়ে কাজ করবেন শাহরুখ-প্রিয়াঙ্কা। সম্প্রতি প্রিয়াঙ্কা নিজস্ব সোশ্যাল হ্যান্ডেলে এই খবর প্রকাশ্যে আনেন। গ্লোবাল সিটিজেন মুভমেন্ট-এর পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছেন খ্যাতনামা পপ গায়িকা লেডি গাগা। ওয়ান ওয়ার্ল্ড : টুগেদার অ্যাট হোম অনুষ্ঠানে শাহরুখ এবং প্রিয়াঙ্কা ছাড়াও অংশগ্রহণ করবেন পল ম্যাককার্টেনি, বিলি ইলিস, জিমি ফ্যালন, ডেভিড ব্যাকহাম এবং লিজো-সহ আরও অনেক খ্যাতনামা তারকারা। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে ইদ্রিস অ্যালবাকে, যিনি কিনা নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আপাতত সেলফ কোয়ারেন্টাইনেই রয়েছেন। তবে হ্যা কোনও মঞ্চ বা গ্যালারিতে নয়, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রত্যেক তারকাই যে যার নিজ বাড়ি থেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। করোনা ক্রাইসিসের মোকাবিলায় ওয়ান ওয়ার্ল্ড : টুগেদার অ্যাট হোম অনুষ্ঠান থেকে আয় হওয়া সমস্ত টাকা গ্লোবাল সিটিজেন মুভমেন্ট-এর পক্ষে তুলে দেওয়া হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ত্রাণ তহবিলে। বিশ্বের চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানের পুরোভাগে রয়েছেন লেডি গাগা। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। এন এইচ, ১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xro7No
April 10, 2020 at 04:39AM
10 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top