মহামারি করোনাভাইরাসের আক্রমণে দিশেহারা পুরো বিশ্ব। রোজ রোজ লাশ গুণে সময় কাটছে মানুষের। আতঙ্কিত হয়ে পড়েছেন সবাই। তবে মনে ভয় থাকলেও বাড়িতে বসে থাকার উপায় নেই চিকিৎসা সেবায় নিয়োজিতদের। জীবনের ঝুঁকি নিয়েই তারা কাজ করে যাচ্ছেন, বাঁচানোর চেষ্টা করছেন অসুস্থদের। অসুস্থদের সেবা দিতে গিয়ে জীবন দিতে হয়েছে অনেক চিকিৎসাকর্মীর। যারা এখন কাজ করছেন, তাদেরও ঝুঁকি তো আছেই। তারপরও মানবতার কল্যাণে তারা সব ভয় ভুলে গেছেন। মানবতার এই নায়কদের শ্রদ্ধা জানাতেই ফুটবল বিশ্বের ৫০ জন নামি-দামি খেলোয়াড় নিয়ে একটি ভিডিও বানিয়েছে ফিফা। শনিবার প্রকাশিত দেড় মিনিটের এই ভিডিওতে পেলে, ডিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিনেদিন জিদানের মতো ৫০ জন সাবেক ও বর্তমান তারকা ফুটবলার অংশ নিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের আলাদা করে তুলে ধরলেও ফিফার এই ভিডিওতে শ্রদ্ধা জানানো হয়েছে নিরাপত্তায় নিয়োজিতসহ অন্য পেশার মানুষদেরও, যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনার এই ক্রান্তিকালে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এক বিবৃতিতে ফিফা বলেছে, বিশ্বজুড়ে মেডিকেল সেবা দিতে কর্মী এবং স্বেচ্ছাসেবকরা প্রতিদিনই তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন। এটা শুধু মানবতার জন্য। তাদের কাউকে কাউকে দুর্ভাগ্যজনকভাবে জীবনও দিতে হচ্ছে। যে সব মানুষ কাজ করছেন অথবা আইন প্রয়োগের দায়িত্বে নিয়োজিত, ফার্মেসি, দোকান, পণ্যশালা, ডেলিভারি সার্ভিস, পাবলিক ট্রান্সপোর্টসহ নিরাপত্তাকর্মীরা আমাদের জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সব নায়করা শোনো, ফুটবল তোমাদের ধন্যবাদ জানাচ্ছে। ফুটবল তোমাদের মনে রাখবে এবং সমর্থন করে যাবে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xHOgNy
April 20, 2020 at 03:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন