লন্ডন, ১৯ এপ্রিল - ক্রিকেটটা অধিনায়কের খেলা। একজন অধিনায়ক একটি দলকে আমূল বদলে দিতে পারেন। ক্লাইভ লয়েড, ইমরান খান, কপিল দেব, স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের ক্রিকেট বিশ্ব এখনও মনে রেখেছে এই নেতৃত্বগুণের কারণেই। তবে ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক খুঁজতে গেলে কাজটা অসম্ভবই হবে। কতজনই তো কত কারণে সেরা, এদের মধ্য থেকে কি একজনকে বেছে নেয়া যায়? কঠিন এই ঝুঁকিটা নিলেন কেভিন পিটারসন। ক্রিকেট দুনিয়ায় কেপি নামে পরিচিত ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান এক বাক্যে বলে দিলেন, মহেন্দ্র সিং ধোনিই সর্বকালের সেরা অধিনায়ক। পিটারসেন ভারতের সাবেক অধিনায়কের প্রশংসায় বলেন, ধোনির উপর যা প্রত্যাশা তা বহন করা কঠিন। ধোনিকে নিয়ে দলের প্রচুর প্রত্যাশা। অধিনায়ক ধোনি দীর্ঘদিন ধরে সেই প্রত্যাশা পূরণ করে এসেছে। ভারত ও চেন্নাইকে ট্রফির ঝুলি সাজিয়ে দিয়েছে। অধিনায়ক ধোনির শ্রেষ্ঠত্ব নিয়ে তাই অন্য কারোর সঙ্গে কোনও তর্ক চলে না। ধোনি অবশ্য ভারতকে যা দিয়েছেন, অন্য কোনো অধিনায়ক সেটা পারেননি। তিনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এটাই অধিনায়ক ধোনির প্রথম সাফল্য। এরপর ২৮ বছর পর ভারতকে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জেতান ধোনি। পরে তারই নেতৃত্বে ২০১৩ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে দলটি। এছাড়া আইপিএলে অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে তিনবার ( ২০১০, ২০১১ ও ২০১৮ সালে) ট্রফি এনে দিয়েছেন ধোনি। শুধু চ্যাম্পিয়ন করা নয়, তার নেতৃত্বে আইপিএলে চেন্নাই সবচেয়ে ধারাবাহিক দল, লিগে ৫ বার রানার্সআপ হয়েছে তারা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ev7arr
April 19, 2020 at 02:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top