ইসলামাবাদ, ১৯ এপ্রিল - ১৯৮৬ সালের পর কেটে গেছে ৩৪টি বছর। কিন্তু আরব আমিরাতের মরু শহর শারজাহর বুকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালের শেষ বলে চেতন শর্মাকে যে ছক্কা মেরেছিলেন জাভেদ মিয়াঁদাদ, সেটা ইতিহাস হয়ে আছে ক্রিকেটে। ওই ছক্কাতেই পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন মিয়াঁদাদ। কিন্তু অবাক করা তথ্য হচ্ছে, ৩৪ বছর পর এসে ওয়াসিম আকরাম জানালেন, যে ব্যাট দিয়ে মিয়াঁদাদ সেদিন শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে জিতিয়েছিলেন, সেই ব্যাটটি ছিল তার নিজের (ওয়াসিম আকরামের)। আজকের দিনটির কথা স্মরণ করে টুইট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানেই এক রি-টুইটে নিজের সেই স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করেন ওয়াসিম আকরাম। তিনি লিখেন, কিছু কিছু মুহূর্ত থাকে, যেগুলো স্মৃতিপটে খোদাই করা হয়ে যায়। শারজায় ভারতর বিপক্ষে শেষ বলে জাভেদ মিয়াঁদাদ যে মহাকাব্যিক ছক্কাটি হাঁকিয়েছিলেন, সেটি তার একটি। এটা ছিল ক্রিকেটের অসাধারণ এক সৌন্দর্য। যখনই আপনি এটা দেখতে যাবেন, এটা আপনাকে সত্যিকার আনন্দ দেবে। এবং বলে দেবে, জাভেদ মিয়াঁদাদ কত বড় মাপের একজন ব্যাটসম্যান ছিলেন। বাই দ্য ওয়ে, যে ব্যাট দিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন মিয়াঁদাদ, ওটা ছিল কিন্তু আমার ব্যাট। Some moments are etched in ur memory and @I_JavedMiandad hit that epic six against India at Sharjah is 1 of them. It’s a piece of cricket beauties. Whenever you watch it, it gives you real joy and tells how great a batsman he was.BTW the bat from which that 6 was hit was mine😀 https://t.co/T90s0uOgN0 Wasim Akram (@wasimakramlive) April 18, 2020 ১৯৮৬ সালের ১৮ মে শারজায় ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। কপিল দেবের নেতৃত্বাধীন ভারত ৭ উইকেট হারিয়ে সেদিন করেছিল ২৪৫ রান। জবাব দিতে নেমে জাভেদ মিয়াঁদাদ খেলেছিলেন ১১৪ বলে অপরাজিত ১১৬ রানের এক অতিমানবীয় ইনিংস। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল চার রান। চেতন শর্মা ছিলেন বোলার। ব্যাটসম্যান ছিলেন মিয়াঁদাদ। চার মারার পরিবর্তে ছক্কা মেরেই পাকিস্তানকে জিতিয়ে দেন বড়ে মিয়াঁ। ওই ম্যাচে ওয়াসিম আকরাম নিয়েছিলেন ৩ উইকেট। তিনি সাজঘরে পাঠান দিলিপ বেঙসরকার, কীর্তি আজাদ এবং রবি শাস্ত্রিকে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ViN7ot
April 19, 2020 at 02:55AM
19 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top