ইসলামাবাদ, ২৬ এপ্রিল - করোনার সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্ত নয় ক্রিকেটাঙ্গনও। অনেকেরই হয়তো ক্যারিয়ার পড়ে গেছে অনিশ্চয়তায়, অনেককেই ভাবতে বাধ্য করছে নতুন করে। ভাবনার এই রেশটা বিদায় পর্যন্ত নিয়ে গেল পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলা সানা মীরকে। দেশের অনেক সাফল্যের কারিগর ৩৪ বছর বয়সী এই নারী ক্রিকেটার আজ (শনিবার) অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সানা মীর। সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন ১৩৭ ম্যাচে। মূলত অফস্পিনিং অলরাউন্ডার ছিলেন সানা মীর। পাকিস্তানের জার্সিতে ১২০ ওয়ানডেতে ১৫১ এবং ১০৬ টি-টোয়েন্টি খেলে ৮৯ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাটিংয়েও খারাপ ছিলেন না। ওয়ানডেতে ৩টি হাফসেঞ্চুরিসহ ১৭.৯১ গড়ে ১৬৩০ রান এবং টি-টোয়েন্টিতে ১৪.০৭ গড়ে ৮০২ রান এসেছে মীরের উইলো থেকে। ২০০৫ সালে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সানা মীরের। ২০১৮ সালে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর বোলার হয়েছিলেন। এছাড়া নারী ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেই অবসরে যাচ্ছেন এই অফস্পিনার। উইজডেরে দশকসেরা নারী অধিনায়ক হওয়ার গৌরবও আছে তার। বিদায়বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়, গ্রাউন্ডসস্টাফসহ যারা ক্যারিয়ারের সুদীর্ঘ পথচলায় পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সানা মীর। সর্বদা সমর্থন দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার এবং ব্যক্তিগত কোচকেও। অবসরের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, গত কয়েকটি মাস আমাকে এটা নিয়ে ভাবার সুযোগ দিয়েছে। আমি মনে করছি, নিজেকে সামনে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। আমার বিশ্বাস, দেশ এবং এই খেলাটার জন্য আমি নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে পেরেছি। সূত্র : জাগো নিউজ এন এইচ২৬ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KC4c6J
April 26, 2020 at 04:30AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.