নয়াদিল্লী, ২০ এপ্রিল - স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬ ছক্কা, যুবরাজ সিংয়ের এই অসাধ্য কীর্তি রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে বড় করে। ডারবানে ২০০৭ বিশ্বকাপে কি দারুণ ব্যাটিং করেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার! এখনও সেই ছক্কা নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার জন্ম যেমন দিয়েছিলেন, তেমনি সন্দেহের তালিকাতেও পড়ে গিয়েছিলেন যুবরাজ। ভারতের সাবেক অলরাউন্ডার নিজেই জানালেন এমন চমকপ্রদ তথ্য। ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ৬ ছক্কা হাঁকানো ম্যাচে ১৪ বলে ৫৮ করেছিলেন যুবরাজ। ভারতের পরের ম্যাচটিও ছিল ডারবানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল। ওই ম্যাচে ফের যুবির ব্যাটে ঝড়, এবার ৫টি করে চার-ছক্কায় ৩০ বলেই করেন ৭০ রান। ভারতও ১৫ রানের জয়ে নাম লেখায় ফাইনালে। কিন্তু ওই ম্যাচে যুবরাজের এমন ব্যাটিং মেনে নিতে পারেনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ানরা। তাদের সন্দেহ হয়েছিল, যুবরাজের ব্যাটে ফাইবার জাতীয় কিছু লাগানো আছে। শুধু সন্দেহ নয়, ভারতীয় তারকার ব্যাটটি পরে পরীক্ষাও করা হয়। ঘটনা নিয়ে যুবরাজ বলেন, সেই সময় অস্ট্রেলিয়ার কোচ কাছে এসে জিজ্ঞাসা করেছিল ব্যাটে বাড়তি ফাইবার রয়েছে কিনা এবং সেটা বৈধ কিনা। প্রশ্ন করেছিল, ম্যাচ রেফারি ব্যাট পরীক্ষা করেছেন কিনা? আমি বলেছিলাম ব্যাট পরীক্ষার ব্যবস্থা করাতে। এমনকি, গিলক্রিস্টও এসে জানতে চেয়েছিল যে, এই ব্যাট তৈরি করেছে কে? এরপর ম্যাচ রেফারি পরীক্ষা করেছিলেন আমার ব্যাট। সত্যি বলতে, সেই ব্যাটও ছিল স্পেশাল। এমন ব্যাটে আগে কখনও খেলিনি। ২০১১ বিশ্বকাপে খেলার ব্যাটও ছিল স্পেশাল। তবে পরীক্ষা করেও নিশ্চয়ই অবৈধ কিছু পাননি ম্যাচ রেফারি। না হয়, যুবরাজকে নিয়ে তখনই আলোচনা হতো, ভারত যে ওই বিশ্বকাপটা জিতেছিল তার পারফরম্যান্সে ভর করেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KhQZjl
April 20, 2020 at 03:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন