ঢাকা, ২৯ এপ্রিল - প্রকাশ পেয়েছে ইমরানের ইসলামী গান আল্লাহ মেহেরবান। খালি গলায় গাওয়া ভিন্ন আবহের এই গানটি প্রকাশ করেছেন সিএমভি। রোজার মাস উপলক্ষে ২৮ এপ্রিল দুপুরে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটির স্থিরচিত্র ভিডিও প্রকাশ করা হয়। রবিউল ইসলাম জীবনের কথায় নিজের সুরে গানটি গেয়েছেন ইমরান। যেখানে ব্যবহার করা হয়নি কোনও মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট। পুরো গানটি ইমরান গেয়েছেন খালি কণ্ঠে। গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, গানটির সুর বেশ আলাদা। জিকিরের একটা ফিল আছে। আশাকরি সবার ভালো লাগবে। ইমরান বলেন, এই সময়টায় মানুষ ইসলামী গান শুনছে বেশ। দুদিন আগে আমাদের আরেকটি গান প্রকাশ হয়, ভালো সাড়া পেয়েছি। এই গানটিও খালি কণ্ঠে গাওয়া। এটি শোনার সময় শ্রোতাদের মনে এক ধরনের শিহরণ জাগবে। গানটি ধর্মপ্রাণ শ্রোতাদের পছন্দের তালিকায় আসবে বলে বিশ্বাস। পহেলা রমজানে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় রবিউল ইসলাম জীবন-ইমরান মাহমুদুল জুটির প্রথম ইসলামী গান করো এবাদত। প্রথম তিন দিনেই এটি অতিক্রম করেছে তিন লাখ ভিউয়ের ঘর। এন এইচ, ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xZrFML
April 29, 2020 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top