ঢাকা, ২৮ এপ্রিল - রেকর্ডগড়া দুটি ব্যাট নয়, একটি ব্যাটই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সেই অনবদ্য সেঞ্চুরির ব্যাটটিই তিনি নিলামে তুলবেন করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য। নিজেই এ তথ্য জানিয়েছেন আশরাফুল। এর আগে আশরাফুল জানিয়েছিলেন, রেকর্ডগড়া দুটি ব্যাট তিনি নিলামে তুলবেন করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে অর্থ সংগ্রহের জন্য। অন্যটি ছিল, ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ট হিসেবে টেস্ট সেঞ্চুরি করা ব্যাট। করোনার কারণে স্থবির হয়ে পড়া এই সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ খেটে-খাওয়া মানুষগুলো। সারা দেশেই দিনে এনে দিনে খাওয়া অসংখ্য মানুষ ভয়াবহ অভাবে নিপতিত হয়েছে। দুমুঠো খাবার জোগাড় করাই যেন তাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি বিত্তবানরা যে যেভাবে পারছেন, সেভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্রিকেটাররা শুরুতে আর্থিক সহযোগিতার পাশাপাশি ভিন্ন উদ্যোগ নিয়েও এগিয়ে এসেছেন কেউ কেউ। শুরুতে মুশফিকুর রহীম এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, তিনি তার রেকর্ড গড়া একটি ব্যাট নিলামে তুলবেন। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়া ডাবল সেঞ্চুরির ব্যাটটি তিনি নিলামে তুলতে চান। নিলামে বিক্রিত অর্থ নিয়ে তিনি দাঁড়াতে চান করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে। মুশফিকের পরই নিজের রেকর্ড গড়া দুটি ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে সর্ব কনিষ্ট সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখেছিলেন আশরাফুল। শ্রীলঙ্কার বিপক্ষে গড়া সেই রেকর্ড এখনও অক্ষুণ্ন। রেকর্ড গড়া সেই ব্যাটের সঙ্গে আশরাফুল নিলামে তুলতে চান ২০০৫ সালে ইংল্যান্ডে নেটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া সেঞ্চুরির ব্যাটটিও। তার ওই সেঞ্চুরির ওপর ভর করেই প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে প্রথমবারেরমত হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু আশরাফুল তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আজ তিনি নিজেই জানান, না, দুই ব্যাট নয়। আমি একটি ব্যাটই নিলামে দেবো। সেটা হচ্ছে, ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ব্যাটটা দিয়ে সেঞ্চুরি করেছিলাম, সেটি। ২০০১ সালে সর্বকনিষ্ট হিসেবে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলাম, সেটি এখন আপাতত দেবো না। পরে পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে সেটি নিলামে দেবো। তো নিলামের সর্বশেষ আপডেট কি? জানতে চাইলে আশরাফুল বলেন, এখনো নিলামে তুলিনি। শুধু সিদ্ধান্ত নিয়েছি যে, নিলামে দেবো। আপাতত আমি অপেক্ষা করছি মুশফিকের ব্যাট কত দামে বিক্রি হয়, সেটা দেখার জন্য। ওটার পরই আমার ব্যাটের ভিত্তিমূল্য ঠিক করবো। তবে সেটা অবশ্যই ১০ লাখের ওপর হবে। এমনকি ভিত্তিমূল্য ২০ লাখ টাকাও হতে পারে। মুশফিকের ব্যাট কত বিক্রি হয়, তারপরই সিদ্ধান্ত নেবো। প্রসঙ্গতঃ মুশফিক-আশরাফুল তাদের ব্যাট নিলামে তোলার ঘোষণা দেয়ার পর সাকিব আল হাসানও ঘোষণা দেন ব্যাট নিলামে দেয়ার। গত বিশ্বকাপে যে ব্যাট দিয়ে তিনি ৬০৬ রান করেছিলেন, সেই ব্যাটটি তিনি নিলামে দেন অকশন ফর অ্যাকশন নামে একটি দেশীয় নিলামকারী প্রতিষ্ঠানের মাধ্যমে। সেই ব্যাটের ভিত্তিমূল্য দেয়া ছিল ৫ লাখ টাকা। শেষ পর্যন্ত ব্যাটটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছিলেন রাজ নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী। আশরাফুল জানালেন, তিনি নিলামের জন্য এখনও কারো সঙ্গে যোগাযোগ করেননি। তবে খুব শিগগিরই যোগাযোগ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করবেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eWKO2w
April 28, 2020 at 05:49AM
28 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top