মিশিগান, ০৮ এপ্রিল- হিন্দু কালচার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সোনালী ব্যাংক সিলেট টিলাগড় শাখার সাবেক ব্যবস্থাপক অসমঞ্জ কুমার ধর (৭৪) মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ওয়ারেন সিটির সেন্ট জন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী রত্না দে, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অসমঞ্জ ধর কয়েক বছর ধরে ওয়ারেন সিটির একটি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহখানেক আগে তাঁর শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় তাঁকে সেন্ট জন হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে পাঠানো হয়। গতকাল সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু রাতে আবারও অবস্থার অবনতি হয়। পরে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। ১৯৯৭ সালের জুলাইয়ে অসমঞ্জ ধর সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আর/০৮:১৪/৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UQ2QeH
April 08, 2020 at 10:05AM
08 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top