মুম্বাই, ২৭ এপ্রিল- করোনায় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের অনেক তারকা। অভিনেতা বরুণ ধাওয়ানও সেই তালিকায় আছেন। প্রধানমন্ত্রীর ফান্ডে টাকা দিয়েছেন। ভিডিও বার্তা দিয়ে সতর্ক করেছেন মানুষকে। এবার জানা গেল, নিজের জন্মদিনে আবারও সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। বলিউডের দিনমজুর আর্থিক অনুদান দিয়েছেন বরুণ। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি- সংগঠনের মাধ্যমে অনুদান পাঠালেন বরুণ। তবে কত টাকা অনুদান দিয়েছেন তা প্রকাশ করেননি এই অভিনেতা। ট্যুইটারে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি-র সভাপতি অশোক পন্ডিত জানান, সংস্থার প্রায় ৫ লাখেরও বেশি সদস্য বরুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ এ থেকে অনুমান করা হচ্ছে বেশ মোটা অংকের টাকাই তিনি দান করেছেন। আর/০৮:১৪/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/357NZjj
April 27, 2020 at 09:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top