কলকাতা, ১৭ এপ্রিল - চিকিৎসকদের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় বিষয় নিজে তদারকি করতে শুরু করেছেন জননেত্রী মমতা। এমন অবস্থায় তিনি আগেও বারবার জেলাস্তরের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের নিয়ে খোঁজ খবর নিয়েছেন। এবার তিনি নিতে চলেছেন আরো এক পদক্ষেপ। করোনা পরিস্থিতি মোকাবিলায় কী করছেন মুখ্যমন্ত্রী? এগিন বিকেল সাড়ে তিনটে নাগাদ নবান্নে বিশেষ বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলাশাসক ও পুলিশ সুপাররাও হাজির থাকবেন। ভিডিও কন্ফারেন্সে চলবে এই বৈঠক। এই বৈঠকেই রাজ্যের চিকিৎসা ও চিকিৎসকদের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর খোঁজ নেওয়ার কথা রয়েছে। কোন কোন বিষয় মমতা পাখির চোখ করেছেন? মূলত রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টারগুলির পরিস্থিতি, নার্সদের স্বাস্থ্যের পরিস্থিতি, ও চিকিৎসকদের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে খোঁজ নেবেন মমতা। সমস্ত জায়গায় সঠিকভাবে পিপিই পোশাক গিয়েছে কী না তা নিয়েও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী বলে খবর। জেলাস্তরের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে! জানা গিয়েছে মুখ্যমন্ত্রী জেলাস্তরে করোনা মোকাবিলায় ইউনিটগুলি নিয়েও এদিন খোঁজ নেবেন। ফলে স্বাস্থ্য ও চিকিৎসকদের স্বাস্থ্য সহ একাধিক বিষয়ে মমতা সরকার যে ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে , তা ফের একবার প্রমাণিত হল। ১০০ দিনের কাজ শুরুর সম্ভবনা! ২০ এপ্রিল থেকে ১০০ দিনের কাজ শুরু করা যায় কী না, তা খতিয়ে দেখতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই সম্ভবনা নিয়েও এদিন নবান্নে বিকেলের বৈঠকে আলোচনা হবে বলে খবর। রাজ্যের করোনা পরিস্থিতি রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৮ জন। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১০। নতুন করে রাজ্যে আরও ২৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। সুত্র : ওয়ান ইন্ডিয়া এন এ/ ১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RH0DAc
April 17, 2020 at 11:41AM
17 Apr 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top