ক্যানবেরা, ১৮ এপ্রিল - পরিসংখ্যান আর চোখের শান্তি সব সময় একসাথে গাঁথা যায় না। হয়তো কোনো ব্যাটসম্যান মাঠে নামলেই রানের ফোয়ারা ছুটাচ্ছেন, কিন্তু তার ব্যাটিংটা চোখে লেগে থাকছে না। একইভাবে কোনো বোলার হয়তো উইকেট নিচ্ছেন বলে কয়ে, কিন্তু কি যেন অভাব তার! আসলে পরিপূর্ণতা ব্যাপারটা আলাদা। সব দিক দিয়েই নিঁখুত, পরিপূর্ণ হওয়াও নিঃসন্দেহে কঠিন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে ক্রিকইনফোর এক রেপিড ফায়ার সেশনে প্রশ্ন করা হয়েছিল-এই মুহূর্তে তার চোখে সবচেয়ে পরিপূর্ণ বোলার কে? ম্যাকগ্রা বেছে নেন স্বদেশি একজনকে। না, মিচেল স্টার্ক কিংবা জশ হ্যাজলেউড নন। ম্যাকগ্রার পছন্দের বোলারটি হলেন-প্যাট কামিন্স। সাবেক অসি পেসার এক কথায় জবাব দেন এভাবে, প্যাট কামিন্স, সে যেভাবে এগিয়ে যাচ্ছে আমার সেটা খুব ভালো লাগে। কামিন্স অবশ্য একদিনেই ম্যাকগ্রার চোখের মণি হয়ে পড়েননি। অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিকতায় এখন তিন ফরমেটেই অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার তিনি। এখন পর্যন্ত দেশের হয়ে ৩০টি টেস্ট খেলে ১৪৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ৬৪ ওয়ানডেতে ১০৫ আর ২৮ টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট কামিন্সের। বিশ্ব ক্রিকেটে তার চাহিদাও আকাশচুম্বী। এবারের আইপিএলে এই পেসারকে সাড়ে ১৫ কোটি রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের বেন স্টোকসের রেকর্ড ভাঙেন কামিন্স। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RNxFyz
April 18, 2020 at 03:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন