করোনার এই দুঃসময়ে অসহায় হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ। লকডাউনের কারণে প্রায় সব দেশেই বিপদে আছেন নিম্নবিত্তরা। ব্রাজিলও তার ব্যতিক্রম নয়। এমন সময়ে তারকা খেলোয়াড়রা নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন অসহায়দের পাশে দাঁড়ানোর। ব্রাজিলিয়ান ফুটবল তারকা ডগলাস কস্তা খেলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। তবে করোনার কারণে তিনি ফিরে গেছেন নিজ দেশে। সেখানে গিয়ে ঘরে বসে নেই। স্বদেশি অসহায় মানুষদের সাহায্যার্থে রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি। ২৯ বছর বয়সী জুভেন্টাস উইঙ্গার গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে হাজির হয়েছেন মানুষের দ্বারে। সঙ্গে তার মডেল গার্লফ্রেন্ড নাথালিয়া ফেলিক্স। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের পোস্ট করা কিছু ছবির মাধ্যমে এই বিষয়টি জানা যায়। কস্তা লিখেছেন, আজ আমরা এত সব বিহ্বলতার মধ্যে দাঁড়িয়ে অন্যকে সাহায্য করার মহৎ আকাঙ্খা নিয়ে বের হয়েছি! ব্রাজিলিয়ান তারকার বান্ধবী কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, আমাদের পুরো দিনের কাজের সারসংক্ষেপ!! অভাবী মানুষদের সাহায্য করা। যা তুমি করবে, হৃদয়ের পুরোটা দিয়ে, শুধু সৃষ্টাকে খুশি করার জন্য, মানুষকে নয়। কলোসিয়ান্স ৩:২৩। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JNfvsB
April 09, 2020 at 04:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top