ঢাকা, ২৪ মে - মাশরাফি বিন মর্তুজার খেলোয়াড়ি জীবন শুরু হয়েছে ২০০১ সালে। এখনও খেলে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে। দীর্ঘ প্রায় দুই দশকের এ যাত্রায় একটি কাজ করতে কখনও ভোলেননি বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম এ অধিনায়ক। সেটি হলো যেকোন ম্যাচের আগে নির্দিষ্ট তিনজন মানুষকে ফোন করা। তারা হলেন মা, স্ত্রী এবং মামা। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, যেকোন ঘরোয়া লিগ এমনকি প্রস্তুতি ম্যাচের আগেও এ তিনজনকে ফোন করেন নড়াইল এক্সপ্রেসখ্যাত এ পেসার। মাশরাফির ভিন্নধর্মী এ অভ্যাসটি সম্পর্কে জানা গেল শনিবার রাতে তামিম ইকবালের ফেসবুক লাইভে। প্রসঙ্গ তুলেছিলেন তামিমই। জিজ্ঞেস করেছিলেন, মাশরাফি ভাই, যেকোন ম্যাচের আগে দেখি আপনি মা এবং মামাকে ফোন করেন। মায়ের ব্যাপারটা বুঝতে পারি সবাই, কিন্তু মামার ব্যাপারটা একটু আলাদা লাগে। এর কোন বিশেষ কারণ রয়েছে? তখন উত্তরে তামিমকে শুধরে দেন মাশরাফি। বলেন, আমি একটু বলি, (ম্যাচের আগে) আমি তিনজনকে ফোন করি। বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীকে সবসময় ফোন করি। মায়ের ব্যাপারটা তোরা সবাই বুঝতে পারিস, আমি জানি। তিনি আরও বলেন, আর মামার বিষয়টা হচ্ছে যে, ছোটবেলাই থেকে আমি মামার কাছে বড় হয়েছি। তো আছে না, মনের একটা সাহস... তাদের সঙ্গে কথা বললে আমি ভেতর থেকে একটা শক্তি আসে। তাই এ তিনজনের সঙ্গে আমি সবসময়ই ফোনে কথা বলি। আরেকজনের সঙ্গেও বলি, সেটা আর এখানে নাম বললাম না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LUvG8q
May 24, 2020 at 07:53AM
24 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top