মুম্বাই, ২৫ মে - লকডাউনে বদলাচ্ছে অনেক কিছুই। যেমন বলিউডের বেগম কারিনা কাপুর খান সাধারণত নিভৃতে জীবন যাপন করেন। কিন্ত একঘেয়েমির এই সময়টাতে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ইনস্টাগ্রামে এসেছেন তিনি। লকডাউন চলাকালীন কারিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেসব ছবি পোস্ট করছেন, তা দেখলে বোঝা যায়, নিজেকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই তার। কপালের বলিরেখা, চোখের নীচের কালি, গালের ব্রণ, নাকের উপর স্পষ্ট মেচতার দাগসহ রক্তমাংসের মানুষ হিসেবে ধরা দিচ্ছেন বেবো। এবার মালাইকা আরোরাও কারিনার পথ অনুসরণ করেছেন। মালাইকা তার ইনস্টায় লেখেন, বেবো, তোমার কথামতো লকডাউনে আমি জিমের পোশাক ছেড়ে গরমে আরামদায়ক কাফতান পরেছি। চুল ব্লো ড্রাই না করে এলোমেলোই রেখেছি। আর কোনো মেকআপ করছি না। মালাইকার কমেন্টে মালাইকার প্রশংসা করে ইনস্টায় কারিনা লিখেছেন, এবার ওয়াইনের জায়গায় জুস খাও। ইদানীং কারিনা ইনস্টাগ্রামে রীতিমতো সক্রিয়। কেমন করে শরীরচর্চা করছেন সেই ভিডিও প্রকাশ্যে এনেছেন। এন এইচ, ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3efsVKV
May 25, 2020 at 07:05AM
25 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top