মুম্বাই, ২৫ মে - ঈদে বলিউড সুপারস্টার সালমানের খানের ছবি প্রেক্ষাগৃহের দখলে থাকবে না তা কল্পনাই করা যায় না। গত ১১ বছরে এমনটা হয়নি। বাজরঙ্গী ভাইজানের ছবিতে ভক্তদের মালা দেয়া, শিসধ্বনিতে মুখরিত থাকবে প্রেক্ষাগৃহ-বিগত সময়গুলোতে এমনটাই দেখা গেছে। তবে এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। নভেল করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে গত দুমাস ধরে সিনেমা হলে ঝুলছে তালা। লকডাউনে বন্ধুদের সঙ্গে পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সালমান খান। প্রকৃতির মাঝে থেকেই করোনার সঙ্গে লড়াইয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন তিনি। প্রতিবছর ঈদে সালমান খান তার ফ্যানদের জন্য ছবি নিয়ে আসেন। কিন্তু এই বছরটা করোনার কারণে ব্যতিক্রম। কিন্তু তাই বলে ভক্তদের নিরাশ করার পাত্র নন তিনি। লকডাউনে ঈদ-তাই বলে কোনো ব্যবস্থাই রাখবেন না ভাইজান! তা কি হয়!। গৃহবন্দি হয়ে নিজের গানের প্রতিভার একটু মেজে ঘসে নিচ্ছেন সালমান। আর সেখান থেকেই আসে আইডিয়া। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমানের তৃতীয় সিঙ্গলস। এক প্রতিবেদন বলছে, এবারের ঈদে সালমানের ছবি মুক্তি পাচ্ছে না ঠিকই, কিন্তু ভক্তদের জন্য সোমবার নিয়ে আসছেন নতুন গান। তবে সেই গান ভাইজান নিজে গেয়েছেন নাকি রাধে ছবির কোনো গান, তা খোলাসা করেননি তিনি। লকডাউনের মধ্যেই পানভেলের ফার্ম হাউসে বসে প্যায়ার করো না এবং তেরে বিনা-এ দুটি গান নিজেই গেয়ে নিজের ইউটিউব চ্যানেলে দেন সালমান খান। প্রকাশের পরেই দুটি গানই সুপারহিট। এতে মন খারাপ খানিকটা কমিয়ে আপাতত তার তৃতীয় গানের অপেক্ষায় আছেন তার ভক্তরা। ২০০৯ সালে ওয়ান্টেড-এর পর প্রতি ঈদে দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, কিক, বজরঙ্গী ভাইজান এর মতো সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন ভাইজান। এখন দেখার বিষয় ঈদে সালমানের নতুন গানটি ভক্তদের মনে কতটা সাড়া দিতে পারে। এন এইচ, ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3bZpypW
May 25, 2020 at 07:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top