ঢাকা, ০৩ মে - করোনাভাইরাসের লকডাউনের সময়টা খানিক উপভোগ্য করতে শনিবার রাতে ইন্সটাগ্রাম লাইভে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মুশফিকুর রহীম ও তামিম ইকবাল। সেখানে নিজেদের খেলোয়াড়ি জীবনের অনেক বিশেষ ঘটনা নিয়েই আলোচনা করেছেন দুজন। আড্ডার শুরুতেই তামিম বলে দেন, মিডিয়ার সামনে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না। ড্রেসিংরুমে আমাদের মজার সময়গুলো ভক্তদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই ভাবলাম বর্তমান পরিস্থিতিতে সবাইকে একটু বিনোদন দেয়ার জন্য কিছু একটা করা যাক। তাই এই লাইভের আয়োজন। প্রায় পৌনে এক ঘণ্টার লাইভ সেশনে অনেক প্রসঙ্গেই কথা বলেছেন তামিম ও মুশফিক। সবগুলোই বন্ধুস্থানীয় পর্যায়ের আড্ডা, যেখানে ছিল না কোন প্রথা মানার আদিখ্যেতা। নিজেদের মতো প্রাণ খুলে কথা বলেছেন এ দুজন। কথাপ্রসঙ্গে আসে ২০১৮ সালের এশিয়া কাপের কথা। তখন মুশফিক বিস্ময় প্রকাশ করেন, কীভাবে এক হাতে ব্যাট করতে নেমে পড়েছিলেন তামিম। তাও মাত্রই হাসপাতাল থেকে ফেরার পর। তামিম জানান, ক্ষণিকের উত্তেজনায়ই নেয়া হয় সেই সিদ্ধান্ত। তবে একইসঙ্গে তামিম মনে করিয়ে দেন, সেদিন পাজরের ব্যথা নিয়েই পুরো ইনিংস খেলেছেন মুশফিক। প্রায় তিন ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে মুশফিক একাই করেন ১৪৪ রান। পাজরের ব্যথা থাকার পরেও দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব পুরোটাই ছিল এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। কীভাবে সম্ভব হলো এটি? এর পেছনে রহস্যই বা কী ছিল? এমন প্রশ্নের জবাবে গতানুগতিক উত্তর দেয়ার চেষ্টা করছিলেন মুশফিক। তবে তামিম হাসতে হাসতে বলেন, সেদিন তোর এত ভালো খেলার রহস্য কী ছিল? সেদিন বাংলাদেশ খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে, আর মুশফিক খেলছিল (চন্ডিকা) হাথুরুসিংহের! তামিমের কথা শেষ হতে না হতেই মুশফিক হাসিমুখে মৃদু প্রতিবাদে বলেন, না না, ওরকম কিছু না...। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3aVqB9N
May 03, 2020 at 05:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top