ঢাকা, ০৩ মে - করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে এরই মধ্যে নিজের অতি প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে দেবেন তিনি। মুশফিকের ব্যাটের নিলামে অংশ নেবেন দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালও। যদি সাধ্যের মধ্যে থাকে, তাহলে তিনি নিজেই কিনে রেখে দেবেন বন্ধুর ব্যাটটি। শনিবার রাতে ইন্সটাগ্রামে মুশফিকের সঙ্গে এক আড্ডায় এ কথা জানিয়েছেন তামিম। দুজনের আড্ডায় কথাপ্রসঙ্গে চলে আসে ব্যাটের নিলামের বিষয়টিও। তখন মুশফিক মজার ছলেই তামিমকে বলেন, ব্যাটটা তুই কিনে নে দোস্ত। প্রতিউত্তরে তামিম জানান, তিনিই সত্যিই ভেবেছেন নিলামে বিড করার কথা। ব্যাটের নিলামের ব্যাপারে জিজ্ঞেস করলে মুশফিক শুরুতেই তামিমের বড় মন মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, আল্লাহ অনেককেই অনেক তৌফিক দেন কিন্তু এমন মন বা কলিজা দেন না তোর মত। তুই আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সেদিক থেকেই একটু চেষ্টা করছি সাধ্যমত কিভাবে অবদান রাখা যায়। মুশফিক আরও যোগ করেন, আমি একটা অনুরোধ করি এটা আমার ব্যাট এটা ভেবে কেনার দরকার নাই।পুরো টাকাটা অসহায়দের পেছনে ব্যয় করা হবে, তাই আমি অনুরোধ করি যে ব্যক্তি কিনবেন উনি যেন একটু বেশি দামে কেনেন ব্যাটটি। তাহলে আমি অবশ্যই আরেকটু বেশি সাহায্য করতে পারব। আর এটি আমার কাছে অবশ্যই একটি বিশেষ ব্যাট। এসময় তামিম জানান, আমারও নজর থাকবে, আমিও আশা করি যত বেশি দামে বিক্রি হবে ততই ভালো। বিশ্বাস কর আমি এটা (তামিমের নিলামে অংশ নেওয়া) বলতেও চেয়েছি, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করব, দেখা যাক। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WkE4CP
May 03, 2020 at 05:38AM
03 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top