ঢাকা, ২৯ মে- মাত্র ৩২ বছর বয়সেই ইন্তেকাল করেছেন খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক রিয়াজুল ইসলাম কাজল। বুধবার (২৭ মে) রাত সাড়ে ৩টার দিকে যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তবে এমন দুর্দিনে কাজলের শোকগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে কাজলের পরিবারকে অর্থ সহাযতা দিয়েছেন টাইগাররা। শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। নিজের অফিসিয়াল ফেসবুকে প্রয়াত কাজল ও অধিনায়ক তামিম ইকবালের ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ক্রিকেটার কাজলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎ কাজে আমাদের সবাইকে উদ্ধুদ্ধ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার উদ্যোগেই মূলত আমাদের করোনা ভাইরাসের মাঝে অসহায় দুস্থ গরীব মানুষদের জন্য গঠিত তহবিল থেকে কাজলের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আপনারা জানেন, শ্বাসকষ্টের কারণে আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছেন খুলনার সুপরিচিত ক্রিকেটার কাজল। তার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। দীর্ঘদিন আমরা একসঙ্গে বাগেরহাট থেকে শুরু করে ঢাকা লিগে খেলেছি। কাজলের মৃত্যু নিয়ে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলাম। তা দেখেই তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন। কাজলের পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের সবার নৈতিক দায়িত্বও বটে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কাজলের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে একমাত্র সে-ই ছিল। তার বাবা নেই। চার বছরের ছোট্ট একটি কন্যা শিশু রয়েছে। বুঝতেই পারছেন, অকালে স্বামীকে হারিয়ে দিশেহারা কাজলের স্ত্রী! তামিম ভাই ফোন দিয়ে আমার কাছে কাজলের পরিবার সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর তাৎক্ষনিকভাবে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে আজ কাজলের স্ত্রীর কাছে আমি আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছি। মানসিক ভাবে অনেক শান্তি লাগছে। আমার পোস্ট দেখে যেমন একজন তামিম ইকবাল এগিয়ে এসেছেন। ঠিক তেমনি আমার বিশ্বাস পুনরায় আমার এই পোস্ট দেখে, সাবেক ক্রিকেটার, সংগঠক কিংবা ক্লাবের মালিকরাও কাজলের পরিবারের সাহায্যে এগিয়ে আসবেন। আবারও তামিম ভাইয়ের পাশাপাশি এই ফান্ডে আমার জাতীয় দলের সতীর্থ যে সব ক্রিকেটারের আর্থিক অনুদান রয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুম কাজলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eunMif
May 29, 2020 at 02:58PM
29 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top