বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রসেল বলেছেন, লিওনেল মেসির পরে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার প্যারিস সেন্ট জার্মেই সুপারস্টার নেইমারকে ফেরাতে চুক্তি করার চেষ্টা করতে পারতেন তিনি। ২০১৭ সালে বার্সা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ২০১৯/২০ মৌসুমের শুরুতে পুনরায় ক্যাম্প ন্যুয়ে ফিরতে মরিয়া হয়ে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কাতালানরাও চেয়েছিল তাদের সাবেক ফরোয়ার্ডকে ফেরত আনতে। কিন্তু রাজি হয়নি পিএসজি। রসেল প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৩ সালে নেইমারকে সান্তোস থেকে নিয়ে এসেছিল বার্সা। ৫৬ বছর বয়সী প্রেসিডেন্টের প্রশংসার খেলোয়াড় ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। স্প্যানিশ গণমাধ্যম রেডিও মার্কাকে রসেল বলেন, আমি যদি বার্সার প্রেসিডেন্ট হতাম তবে আমি নেইমারের সঙ্গে চুক্তির চেষ্টা করতাম। মেসির পরে সেই বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় এবং ক্লাবের দর্শনের সঙ্গেও সে যথার্থ উপযুক্ত। তবে অভিজ্ঞতা থেকে বলি, তার সঙ্গে দুটি চুক্তি করা হতো। একটি খেলার জন্য এবং আরেকটি আচরণের জন্য। বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর নেইমার তিনটি লিগ ওয়ান জিতেছেন। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/২৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TQ8psE
May 29, 2020 at 02:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন