তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনিই স্বপ্ন ভাঙলেন। তিন গোল করলেন ঠিকই, তবে সেটা হ্যাটট্রিক হলো না। ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার মার্টিন হিন্টেগারের কি একটা দিনই না কাটলো! শনিবার ঘরের মাঠ এলিয়েঞ্জ অ্যারেনায় ঘটনাবহুল এক ম্যাচে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে একটা সময় দাপটে এগিয়ে ছিল বায়ার্ন। ১৭ মিনিটে গোল করেন গোরেটস্কা। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তার স্বদেশি ফরোয়ার্ড মুলার। দারুণ ছন্দে থাকা লেভানদোভস্কি কিংসলে কোমানের ক্রস থেকে দারুণ হেডে জাল কাঁপান দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। এরপরই হিন্টেগারের চমক। তিন মিনিটের ব্যবধানে (৫২ আর ৫৫ মিনিট) সেট পিস থেকে দুই গোল করে ফ্রাঙ্কফুর্টকে লড়াইয়ে ফেরান অস্ট্রিয়ান এই সেন্টার ব্যাক। তবে ৬১ মিনিটে ব্যবধান আবারও বাড়িয়ে দেন আলফানসো ডেভিস। ডান পায়ের শটে বাভারিয়ানদের জয় অনেকটাই নিশ্চিত করে দেন এই লেফট ব্যাক। কে জানতো, হিন্টেগারের অন্যরকম হ্যাটট্রিকটি ম্যাচে এমন হাস্যরসের জন্ম দেবে! ৭৪ মিনিটে গোল বাঁচাতে গিয়ে এক পায়ে বল রিসিভ করেছিলেন ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার, আরেক পায়ে সেই বল লেগে জড়িয়ে যায় জালে। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। শেষতক ৫-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রাঙ্কফুর্টকে। আগের ম্যাচে রাফায়েল গুরেইরো আর আশরাফ হাকিমির জোড়া গোলে ভলসবুর্গকে ২-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৭ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুশিয়া। আর মনশেনগ্লাডবাখের মাঠে ৩-১ গোলে জিতে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বায়ার লেভারকুসেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yzngQS
May 25, 2020 at 05:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top