মুম্বাই, ৩১ মে - করোনারভাইরাসের সঙ্গে লড়াইয়ে অনেক বড় ভূমিকা পালন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বাই, দিল্লী, কলকাতার মতো বড় আর গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন তিনি। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনা সন্দেহদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে দিয়েছিলেন কিং খান। এবার জানা গেল নতুন খবর। একমাস ধরে নাকি খালিই পড়ে রয়েছে শাহরুখ-গৌরীর মুম্বইয়ের খার এলাকার কোরেন্টাইনের জন্য দেওয়া অফিস। ভারতীয় এক গণমাধ্যমকে কংগ্রেস নেতা মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্বে থাকা আসিফ জাকারিয়া বলেন, শাহরুখের দেওয়া চার তলা বিল্ডিংয়ে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে চিকিৎসক দেওয়া সম্ভব হয়নি। তাই এটি ব্যবহার হয়নি। যে সব চিকিৎসক প্রাইভেটে প্র্যাকটিস করেন, তাদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই বিল্ডিংয়ে মোট ২২টি বেড ও অন্যান্য সুবিধারও ব্যবস্থা করা হয়। বিএমসি শাহরুখ-গৌরীকে ধন্যবাদও জানিয়ে ছিলো। কিন্তু এখনও সেটি ব্যবহার করা যায়নি। এন এইচ, ৩১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3diTsHh
May 31, 2020 at 02:17AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন