মুম্বাই, ৩১ মে - করোনার প্রকোপে কাঁপছে ভারত। চলছে লকডাউন। কিন্তু এভাবে লকডাউন কোনো দেশের পক্ষেই বেশিদিন টানা সম্ভব নয়। আপাতত মানুষ গৃহবন্দি। বলিউডের সেলেবরাও ঘরে আটকে আছেন। বন্ধ রয়েছে সিনেমার শুটিং। অভিনেতা টাইগার শ্রফও আটকে আছেন বাড়িতে। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ। কখন কি করছেন তা তিনি নিজেই আপডেট দিয়ে জানাচ্ছেন। সম্প্রতি টাইগার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেল বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার। পেছন থেকে তাকে একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। অদ্ভুত কৌশলে টাইগার স্পাইডার ম্যানের মতো গাড়িটাকে পিছন ফিরেই লাফিয়ে পার করে গেলেন। এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এই ভিডিও টাইগার শেয়ার করে লিখেছেন, ভাগ্যিস আমার স্পাইডার সেন্স কাজ করে গিয়েছিল। কোয়ারেন্টাইনের পরে মানুষ এভাবেই গাড়ি চালাবে। এই ভিডিও দেখে ভক্তরা টাইগারকে লেখেন, প্লিজ নিজের খেয়াল রেখো। এন এইচ, ৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3eAyfsG
May 31, 2020 at 02:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top