কলকাতা, ১৯ মে- এবার করোনাভাইরাস হানা দিয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তীর আবাসনে। রাজ ও শুভশ্রীর ঘরে নতুন অতিথি আসা এখন সময়ের অপেক্ষা। এই সময়েই করোনার চিন্তা বাড়িয়ে দিয়েছে তাদের পরিবারে। বাইপাসের অত্যন্ত অভিজাত আবাসনে বসবাস করছেন তারা। করোনার সংক্রমণ রোধে লকডাউনের যাবতীয় বিধি মেনে চললেও শেষ রক্ষা হয়নি। তার আবাসনে এক ব্যক্তির করোনা ধরা পড়ায় আতঙ্কের সুর পরিচালক রাজের গলায়। তিনি আরও বলেন, আমাদের ফ্ল্যাটের কয়েকটি তলা পরেই তারা থাকেন। তিনি বলেন, আমার বাড়িতে প্রেগন্যান্ট স্ত্রী, বয়স্ক বাবা-মা। এত সচেতনতা বজায় রেখেও সেই করোনা ঢুকল! যিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনি এখন হাসপাতালে। লকডাউনের সময় নিয়ম না মেনে বাইরে বেড়িয়েছেন। এখন সবাইকে ভোগাচ্ছেন। তিনি বলেন, তাদের আবাসন সিল করা না হলেও করোনা সংক্রমণের খবর ছড়িয়ে যাওয়ায় আবাসনকে স্যানিটাইজ করা হয়। একজন করোনা আক্রান্ত হওয়ায় ওই আবাসনের সবাই এখন হতাশ। অনেকে রেগে আছেন সেই মানুষটির ওপর যিনি প্রথম করোনা আনলেন বাইপাসের এই বিশাল আবাসনে। ওই ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি রাজ বলেন, আক্রান্ত ওই ব্যক্তির ওপর এখানে বসবাস করা অন্যরা রেগে আছেন। এখানকার অনেকেই অভিযোগ করেছেন, আক্রান্ত ওই ব্যক্তি কখনও নিয়ম মানতেন না! নিজের ইচ্ছেমতো বাইরে বেরিয়ে যেতেন। এমনকি লকডাউনের আগেও গাড়ি অবধি আবাসনের নিয়ম মানতেন না। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা এম এন / ১৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36alfqs
May 19, 2020 at 08:22AM
19 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top