ঢাকা, ১৯ মে - নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী। ২০০০ সালের পর তাকে আর দেখা যায়নি চলচ্চিত্রে। প্রায় ২০ বছর ধরে তার দেখা মেলে কেবল বিএফডিসি বা চলচ্চিত্রের ঘরোয়া অনুষ্ঠানগুলোতে। তবে গেল কয়েক বছর ধরে তিনি বিএফডিসিতে সরব।তাকে দেখা গেছে আর্থিক সহায়তাসহ নানাভাবে চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়াতে। বিশেষ করে বছরের দুই ঈদে তিনি দুই হাত খুলে দান করেন তার প্রিয় আঙিনার অসহায় মানুষদের জন্য। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও ৩ লাখ টাকার আর্থিক সাহায্য দিয়েছেন তিনি। নায়িকা শিল্পী ১৯ মে জানান, তিনি আর্থিকভাবে অসচ্ছল শিল্পীদের জন্য ২ লাখ টাকা শিল্পী সমিতিতে অনুদান হিসেবে দিয়েছেন। আর চলচ্চিত্রের বিভিন্ন পেশাজীবীদের জন্য সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে আরও ১ লাখ টাকা দিয়েছেন। প্রিয়জন সিনেমার এ নায়িকা বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। এখানে কাজ করে জনপ্রিয়তা ও সম্মান পেয়েছি। নানা কারণে এখন আর অভিনয় করা হয় না। তবে এখানকার সবকিছুর প্রতি, এখানকার মানুষের প্রতি দুর্বলতা সবসময়ই কাজ করে। ভালো লাগে চলচ্চিত্রের মানুষদের জন্য কিছু করতে পারলে। এতদিন নিজেই চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সাহায্য করতাম। গেল কয়েক বছর ধরে বিভিন্ন সংগঠনগুলোর মাধ্যমে করছি। করোনার এই দুর্দিনে চলচ্চিত্রের যেসব শিল্পী ও কলাকুশলীরা অসহায় দিন যাপন করছেন আশা করি আমার ছোট্ট এই অনুদান তাদের কিছুটা হলেও উপকারে আসবে। শিল্পী আরও বলেন, গেল কয়েক বছর ধরে শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন তারা বেশ ভালো করছেন। শিল্পীদের খোঁজ খবর রাখেন, তাদের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাই তাদের মাধ্যমেই কয়েক বছর ধরে শিল্পীদের পাশে দাঁড়াচ্ছি। তারা খোঁজ খবর করে যার সাহায্য প্রয়োজন তাকে দিচ্ছেন। সবার জন্য ভালোবাসা রইলো। আমি সবার কাছে দোয়া চাই। প্রসঙ্গত, আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত নাগ নর্তকী ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী ১৯৯৪ সালে। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে বাংলার কমান্ডো। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় বাবা কেন চাকর ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। এক এক করে আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে সফল সিনেমা উপহার দিয়েছেন। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। প্রিয়জন নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে অনন্য এক পালক যোগ করেছে। শিল্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছেনায়করাজ রাজ্জাকের প্রেমের নাম বেদনা এবং দেওয়ান নজরুলের সুজন বন্ধু। এন এইচ, ১৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2WJS4aY
May 19, 2020 at 08:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top