মুম্বাই, ০১ মে - বলিউড আকাশের এক উজ্বল নক্ষত্র ছিলেন ইরফান খান। হঠাৎ করে তার ঝরে পড়া যেনো মেনে নিতে পারছেন না কেউ। বলিউডে অলিগলি জুড়ে কেবল শোকের ছায়া। ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা গেলেন ইরফান। তাকে হারিয়ে কাঁদছে বলিউড। কাঁদছেন তার সহকর্মীরা। একে একে শোকের বার্তা দিচ্ছেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরফান খানের স্মরণে দারুণ আবেগী এক শোক বার্তা দিয়েছেন বন্ধু শাহরুখ খান। তিনি বলেন, আমার বন্ধু, উৎসাহ, আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। আল্লাহ তোমার আত্মাকে শান্তিতে রাখুন ইরফান ভাই...! তোমাকে খুব মিস করবো। তুমি ছিলে জীবনের অংশ হয়ে। শাহরুখ খানের মতো ঘনিষ্ঠ না হলেও ইরফানের শুভাকাঙ্খী ছিলেন বলিউডের আর দুই সুপারস্টার খান সালমান ও আমির। তারাও ইরফান হারানোর শোকের মিছিলে হাজির। সালমান টুইট করে লিখেছেন, ইরফান খানের মৃত্যু এই ইন্ডাস্ট্রি এবং তার ভক্তদের জন্য বিশাল বড় ক্ষতি দিয়ে গেল। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার। তার শোকাতুর পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আল্লাহ যেন তাদের সহায় হন। সালমান আরও বলেন, তোমার আত্মার শান্তি কামনা করছি ইরফান ভাই। তুমি আমাদের অন্তরে থাকবে, চিরদিন মিস করবো তোমায়। এদিকে আমির খান তার শোক বার্তায় ইরফানকে শ্রদ্ধা জানিয়েছেন ভালোবাসার কথামালায়। তিনি বলেন, আমাদের সবার প্রিয় ইরফানের মৃত্যুর খবর শোনাটা খুবই বেদনার। দারুণ মেধাবী একজন মানুষ। তার পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা রইলো। ইরফানের অভিনয়শৈলীর বাহবা দিয়ে আমির আরও লিখেছেন, ধন্যবাদ ইরফান আমাদের দারুণ সব অভিনয়ে আনন্দ দিয়ে যাওয়ার জন্য। আপনি সবসময়ই আমাদের স্মরণে থাকবেন। তিন খান ছাড়াও ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির অনেক রাজনীতিবিদ, ক্রীরাবিদ ও অন্যান্যরা। এন এইচ, ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zN50Ul
May 01, 2020 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top