মুম্বাই, ০১ মে - চলে গেলেন বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসাপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঋষি কাপুরের মৃত্যুতে বলিউডে নেমেছে শোকের ছায়া। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের সব তারকারা ঋষির মৃত্যু সংবাদ শুনে শোকা জানাচ্ছেন। শোক জানাচ্ছেন রাজনৈতিক নেতারাও। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গভীর শোকপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে আমি মর্মাহত। ঋষি কাপুর দেড়শোর বেশি ছবিতে অভিনয় করেন। রোগের সঙ্গে অত্যন্ত মরিয়া ভাবে লড়ছিলেন তিনি। আমি তাঁর পরিবার, বন্ধু ও ভ ক্তদের উদ্দেশ্যে সমবেদনা জানাই। ঋষি কাপুর দীর্ঘদিনই ক্যানসারে ভুগছিলেন। গত বছরই সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সেরে ফেরেন। এরপর ভালোই ছিলেন তিনি। হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। ঋষি কাপুরের জন্ম ১৯৫২সালের ৪ সেপ্টেম্বর। একই সঙ্গে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং পরিচালক ছিলেন। ১৯৭০ সালে তার পিতার চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। এরপর ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এন এইচ, ০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yV5N5g
May 01, 2020 at 05:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন