কলকাতা, ১৪ মে - করোনাভাইরাসের কারণে থেমে আছে সব। বন্ধ হয়ে আছে সিনেমা-নাটক ও সিরিয়ালসহ সব রকমের শুটিং। এমন সময় সুখবর পেল কলকাতার নাটক ও সিনেমার ইন্ডাস্ট্রি। এবার সিনেমা ও সিরিয়ালের পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জানা গেছে, রাজ্য সরকার একটি নির্দেশিকায় করোনায় ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে সিনেমা ও টেলিভিশনের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দিয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার সিনেমা ও সিরিয়ালের সাউন্ড মিক্সিং, ডাবিং, এডিটিংয়ের কাজ করতে পারবে তারা। এক গণমাধ্যমকে ফেডারেশন অব সিনেমা টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদন ছিল পোস্ট প্রোডাকশনের কাজ যদি শুরু করা যায়। মঙ্গলবার চিফ সেক্রেটারি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে পোস্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দেয়া হয়েছে। স্বরূপ বিশ্বাস জানান, পোস্ট প্রোডাকশন শুরু হলেও এখনই শুটিং করার কোনো অনুমতি আসেনি। লকডডাউন উঠলে ও দেশের পরিস্থিতি ভালো হলে তবেই শুটিং হবে। এন এইচ, ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yKZt0w
May 14, 2020 at 06:14AM
14 May 2020

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top